কুমিল্লায় বি.এস.বি.এন মহিলা সংগঠনের উদ্যোগে হেয়ার কাট ও হেয়ার বিষয়ক একদিনব্যাপী ফ্রি মাস্টার ক্লাসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর দেশপ্রিয় কনভেনশন হল রুমে দিনব্যাপী এই ক্লাসের আয়োজন করা হয়।
মাস্টার ক্লাসে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা মেকআপ আর্টিস্ট মাসুদ খান এবং বি.এস.বি.এন যুব মহিলা সংগঠনের নির্বাহী পরিচালক সালমা ইসলাম নূপুর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এন.এস. ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক ফারজানা স্বর্ণা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইসহাক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম সরকার এবং মোহাম্মদ শহীদ উল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রাশেদুল আলম।
দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীরা হেয়ার কাটিং ও হেয়ার কেয়ারের বিভিন্ন আধুনিক কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
আয়োজকরা জানান, নারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের প্রশিক্ষণের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।