বুধবার,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


মিরপুরে ফার্মাসিউটিক্যাল ভবনে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১০.২০২৫

মিরপুরে ফার্মাসিউটিক্যাল ভবনে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু

মিরপুরে ফার্মাসিউটিক্যাল ভবনে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মিরপুরে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির ভবন ও পাশের দুটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। বিকেলে এক ব্রিফিংয়ে সংস্থার পরিচালক তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “মিরপুরে আগুনের ঘটনায় ৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, তবে কেমিক্যালের কারণে এখনো বিষাক্ত ধোঁয়া পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।”

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, প্রথমে কসমিক ফার্মার ভবনে আগুন লাগে। পরে সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি কেমিক্যাল কারখানায়, যেখানে ডায়িং অ্যান্ড ওয়াশের বিভিন্ন রাসায়নিক মজুত ছিল।

এখনও ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। বিষাক্ত ধোঁয়ায় গোটা এলাকা ছেয়ে গেছে, যার ফলে উদ্ধারকাজে কিছুটা বিঘ্ন ঘটছে।

এদিকে, তিন দগ্ধ রোগীকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রতিষ্ঠানটির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দুপুর আড়াইটার দিকে দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়।

তাদের মধ্যে মো. সুরজ (৩০) শরীরের দুই শতাংশ দগ্ধ, মো. মামুন (৩৫) ও মো. সোহেল (৩২) ইনহেলেশন ইনজুরিতে আক্রান্ত। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি