বুধবার,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৫ হাজার মেট্রিক টন চিনি কিনবে সরকার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১০.২০২৫

সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৫ হাজার মেট্রিক টন চিনি কিনবে সরকার

সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৫ হাজার মেট্রিক টন চিনি কিনবে সরকার

ডেস্ক রিপোর্টঃ

সরকার সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) থেকে ১৫ হাজার মেট্রিক টন আখের সাদা চিনি কিনবে। প্রতি কেজি চিনির দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ দশমিক ৫৮ টাকা। এ জন্য সরকারের ব্যয় হবে মোট ১৭৩ কোটি ৩৭ লাখ টাকা।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে বিএসএফআইসি থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এ চিনি কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে প্রতিকেজি চিনির দাম দাঁড়াচ্ছে ১১৫ দশমিক ৫৮ টাকা, যার মোট ব্যয় ১৭৩ কোটি ৩৭ লাখ টাকা।

এছাড়া, বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবও অনুমোদন পায়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে খাদ্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ (৪র্থ সংশোধিত)’ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জে রাইস সাইলো নির্মাণকাজের ১ম ও চূড়ান্ত ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

প্রকল্পের মূল চুক্তিমূল্য ছিল ৪৬ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার ৫৩৮ টাকা। নতুন ভেরিয়েশনে প্রকল্প ব্যয় ৪ কোটি ২৩ লাখ ৬৮০ টাকা কমে দাঁড়িয়েছে ৪২ কোটি ৫৩ লাখ ১১ হাজার ৯৩০ টাকায়।

এই প্রকল্প বাস্তবায়নে যৌথভাবে কাজ করছে বাংলাদেশের কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এবং যুক্তরাষ্ট্রের দ্য জিএসআই গ্রুপ এলএলসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি