শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » শ্রীলঙ্কা থেকে সরে আরব আমিরাতে হতে যাচ্ছে এশিয়া কাপের এবারের আসর


শ্রীলঙ্কা থেকে সরে আরব আমিরাতে হতে যাচ্ছে এশিয়া কাপের এবারের আসর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৭.২০২২

স্পোর্টস ডেস্ক:

চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। তীব্র গণবিক্ষোভের মুখে ইতোমধ্যে দেশটির সরকারের পতন ঘটেছে। শ্রীলঙ্কার এমন পরিস্থিতিতেও এশিয়া কাপ আয়োজন করতে চাইছে তারা।

তবে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সেক্রেটারি মোহন ডি সিলভা রোববার জানান, টুর্নামেন্ট সরে যেতে পারে সংযুক্ত আরব আমিরাতে।

এ বিষয়ে ডি সিলভা বলেন, ‘এশিয়া কাপ খুব-সম্ভব হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ’ ছয় জাতির এশিয়া কাপের ভেন্যু হিসেবে এখনো শ্রীলঙ্কার নামই আছে। এ বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল খুব দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

পুরো দেশ বিক্ষোভের মুখে থাকলেও তাদের মাঠের খেলা চলছে। সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সফলভাবে শেষ করেছে লঙ্কানরা। বর্তমানে সেখানে পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ খেলছে।

এশিয়া কাপ এবারে টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টটি ২৭ আগস্ট থেকে শুরু হয়ে ১১ সেপ্টেম্বর পর্যন্ত হবে। আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে অংশ নেবে বাছাই পর্ব উঠে আসা একটি দেশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি