বুধবার,১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


কলকাতায় আত্মগোপনে সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনা, দাবি ভারতীয় গণমাধ্যমের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৯.২০২৪

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা বর্তমানে ভারতের কলকাতায় আত্মগোপনে আছেন বলে জানা গেছে। তারা বর্তমানে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে অবস্থান করছেন।

ভারতীয় গণমাধ্যম ‘ওপি ইন্ডিয়া‘র একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দশ দিন আগে সীমান্ত অতিক্রম করে তারা কলকাতায় পৌঁছেছেন এবং সেখানে অবস্থান করছেন। তাদের এই অবস্থানের জন্য প্রতিদিন প্রায় ১০ হাজার রুপি খরচ হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর, আওয়ামী লীগের বহু নেতাকর্মী আত্মগোপনে চলে গেছেন। সেই ধারাবাহিকতায় বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে সূচনাও বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২৯ আগস্ট রাতে তাহসিন বাহার সূচনা কুমিল্লার বুড়িচং উপজেলার চারানল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর, ত্রিপুরা রাজ্যের বক্সনগরে দুই দিন অবস্থান করে ৩১ আগস্ট কলকাতায় যান। ভারতে প্রবেশে তাদের সহায়তা করেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী।

ওপি ইন্ডিয়া’ আরও জানিয়েছে, ভারত থেকে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছেন তারা। উল্লেখযোগ্যভাবে, শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরপরই বাহাউদ্দিন বাহারের কুমিল্লার মনোহরপুরের বাড়িতে দুর্বৃত্তরা ভাঙচুর চালায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি