শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নেইমার নৈপুণ্যে ব্রাজিলের বড় জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১১.২০১৪

ডেস্ক রিপোর্ট : ব্রাজিল কিংবা বার্সেলোনা – এ মৌসুমে কোনো দলের হয়ে মাঠে নামলেই জ্বলে উঠছেন নেইমার। তুরস্কের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচেও গোল করায় দারুণ দক্ষতা দেখালেন এই ফরোয়ার্ড। তার জোড়া গোলে তুরস্ককে সহজেই ৪-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

গোল করার পাশাপাশি উইলিয়ানের গোলেও অবদান রাখেন নেইমার। ব্রাজিলের পাওয়া অন্য গোলটি আত্মঘাতী।

নিজেদের মাটিতে হতাশার বিশ্বকাপ ভুলে টানা পাঁচ ম্যাচে জিতল দুঙ্গার দল। এমনি ম্যাচগুলোতে এখনও কোনো গোল হজম করেনি তারা।

বুধবার রাতে ইস্তানবুলে ম্যাচের প্রথম ১৫ মিনিটে কোনো পক্ষই ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তবে সময় গড়ালে ছন্দ ফিরে পায় ব্রাজিল।

সপ্তদশ মিনিটে ভুল পাস থেকে বিপজ্জনক জায়গায় বল পেয়েছিলেন নেইমার। কিন্তু শেষ পর্যন্ত দেমিরেলকে ফাঁকি দিতে পারেননি তিনি।

পরের মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিক নিয়েছিলেন নেইমার, কিন্তু বল চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

তবে নেইমারকে ঠেকিয়ে রাখা যায়নি। পরের মিনিটেই অফসাইডের ফাঁদ ভেঙে ফের্নানদিনিয়োর লম্বা পাস ধরে এগিয়ে যান বার্সেলোনা তারকা। মনে হচ্ছিল, বলটা বুঝি ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি; তবে গোলরক্ষককে ফাঁকি দিতে কেনো বেগ পেতে হয়নি তার।

২৪তম মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। গালাতাসারাইয়ের সেন্টারব্যাক সেমিহ কায়া লাফিয়ে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালেই জড়িয়ে দেন।

৩০তম মিনিট আরদা তুরানের শট কোনোমতে লাফিয়ে আঙ্গুলের ডগা দিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ব্রাজিল গোলরক্ষক দিয়েগো আলভেস।

তিন মিনিট পর ব্যবধান কমানোর আরেকটা সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। হামিত আলতিনতপের বাড়ানো বলে মেভলুত এরদিংয়ের হেড ঠেকানোর আশা ছেড়েই দিয়েছিলেন গোলরক্ষক। তবে বল বারের একটু পাশ দিয়ে বেরিয়ে যায়।

৪১তম মিনিটে ডি বক্সের ভেতর থেকে বল বাড়িয়েছিলেন উইলিয়ান। তবে বলে পা লাগতে পারেননি অস্কার বা নেইমারের কেউই। তবে ৪৩তম মিনিটে নেইমারের বাড়ানো বলে ব্রাজিলের হয়ে ক্যারিয়ারের চতুর্থ গোলটি ঠিকই পেয়ে যান উইলিয়ান।

বাঁ পাশ থেকে বল নিয়ে দৌড়ে ডি বক্সে ঢুকে শট নেয়ার সুযোগ না পেয়ে বল ডান প্রান্তে থাকা উইলিয়ানকে বাড়িয়েছিলেন নেইমার। কাছের বার দিয়ে বল জালে জড়াতে ভুল করেননি চেলসি মিডফিল্ডার।

৫৪তম মিনিটে কর্নার থেকে দাভিদ লুইসের উড়ন্ত হেড কোনোমতে রক্ষা করেন গোলরক্ষক।

তবে নেইমারকে ঠেকানোর কোনো উপায় জানা ছিল না তুরস্কের খেলোয়াড়দের। ৬০তম মিনিটে উইলিয়ানের বাড়ানো বল পেয়ে আবারও নিঁখুত ফিনিশিংযের উদাহরণ রাখেন তিনি। পায়ের কাজ আর গতিতে দুই ডিফেন্ডারকে এড়িয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করে দেশের হয়ে করেন ক্যারিয়ারের ৪২তম গোল।

বিশ্বকাপের পর দেশের হয়ে এ নিয়ে সাতটি গোল পেলেন ২২ বছর বয়সী নেইমার।

৭২তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে ভালো একটি সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। তবে আরদা তুরানের বাড়ানো বল থেকে উমুত বুলতের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।

দেশের মাটিতে ভুলে যাওয়ার মতো একটা বিশ্বকাপের পর ব্রাজিল ফুটবল কনফেডারেশন লুইস ফেলিপে স্কলারিকে সরিয়ে দুঙ্গার হাতে দলের দায়িত্ব দেয়। দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত শতভাগ সাফল্য পেয়েছেন তিনি। কলম্বিয়া, ইকুয়েডর, আর্জেন্টিনা ও জাপানের পর এবার তুরস্কও বাধা হতে পারলো না ব্রাজিলের।

ইস্তানবুল জয়ের পর আগামী মঙ্গলবার ভিয়েনায় অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।neymar_b_740010433



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি