বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রুয়েট সমবর্তনের মহড়া সোমবার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৪

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) চতুর্থ সমবর্তনের শোভাযাত্রার মহড়া সোমবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

reut-1416157520

এর আগে সমাবর্তন গাউন ও কিট সকাল ১০টা থেকে বিতরন শুরু হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা গোলাম মর্ত্তুজা।

 

তিনি বলেন, রুয়েট সমাবর্তনে অংশগ্রহণকারী গ্রাজুয়েটদের সমাবর্তন কিট সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত গ্লাস অ্যান্ড সিরামিক (জিসিই) ভবন থেকে বিতরণ করা হবে। সোমবার দুপুর ২টায় রুয়েট প্রশাসনিক ভবন থেকে সমাবর্তন শোভাযাত্রার মহড়া শুরু হবে। শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন রুয়েটের সিন্ডিকেট সদস্য, ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ।

 

সমাবর্তন কসটিউম (গাউন ও হুড) ঐদিন সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা এবং বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত হিট ইঞ্জিন ল্যাব, ফ্লুইড মেকানিক্স ল্যাব ও মেট্রোলজি ল্যাব থেকে বিতরন করা হবে। এছাড়াও ১৮ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা থেকে একই স্থান থেকে সমাবর্তন কসটিউম বিতরণ করা হবে।

 

তিনি আরও বলেন, সমাবর্তন অনুষ্ঠান শেষে গ্রাজুয়েটদের মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৮ টা এবং বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হিট ইঞ্জিন ল্যাব, ফ্লুইড মেকানিক্স ল্যাব ও মেট্রোলজি ল্যাবে সমাবর্তন কসটিউম (গাউন) ফেরত দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। সমাবর্তন কসটিউম ফেরত না দিলে কোন গ্রাজুয়েটকে সার্টিফিকেট প্রদান করা হবে না।

 

প্রসঙ্গত, সমাবর্তন  কসটিউম পরিধান ব্যতিত কোন গ্রাজুয়েটকে সমাবর্তন প্যান্ডেলে প্রবেশ করতে দেওয়া হবে না। সমাবর্তন অনুষ্ঠানে আসার সময় গ্রাজুয়েটদের নিজেদের ব্যবহৃত মোবাইল ফোন, আইপড, ট্যাব, ল্যাপটপ এবং ব্যাগ সঙ্গে আনা যাবে না।

 

এ ছাড়া সমাবর্তনে অংশগ্রহণকারী সব গ্রাজুয়েটকে সমাবর্তন কিট, কসটিউম, খাবার, সার্টিফিকেট সংগ্রহসহ যাবতীয় তথ্য www.ruet.ac.bd থেকে জানা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি