বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » শিক্ষক হত্যাকান্ড : রাবি শিক্ষক সমিতির ক্লাশ ও পরীক্ষা বর্জনের ঘোষণা


শিক্ষক হত্যাকান্ড : রাবি শিক্ষক সমিতির ক্লাশ ও পরীক্ষা বর্জনের ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৪

রাজশাহী বিশ্বিবিদ্যালয়ের শিক্ষক ড. শফিউল ইসলাম লিলন হত্যাকান্ডের ঘটনায় আগামী সোম ও মঙ্গলবার দুইদিন ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
RABI-1416151577

রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে জরুরি সভা শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণব কুমার পান্ডে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ক্লাশ ও পরীক্ষা বর্জনের পাশাপাশি- আরো কিছু কর্মসূটি ঘোষণা করা হয়েছে। এরমধ্যে রয়েছে, আগামীকাল সোমবার থেকে সাতদিন কালোব্যাজ ধারণ, সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে আগামী সোম ও মঙ্গলবার মানববন্ধন, জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং আগামী ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৩টায়  রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন। এ ছাড়া আগামী ১৫ দিনের মধ্যে এ হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিট প্রদানের আল্টিমেটাম দেয়া হয়েছে।

 

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কামরুল হাসান মজুমদারসহ অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি