শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মেসিকে চায় চার ক্লাব


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৪

ডেস্ক রিপোর্ট : lionel-messi-goal-wc-14

লিওনেল মেসিকে কিনতে আগে থেকেই আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব দিয়ে রেখেছিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে বরাবরই মেসি কিংবা বার্সেলোনা তাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু এবার যখন নিজমুখেই বার্সেলোনা ছাড়ার ইঙ্গিত দিয়ে ফেললেন আর্জেন্টাইন মহাতারকা, তখন তাকে কিনতে কোমর বাঁধতে শুরু করে দিয়েছে বিশ্বের সেরা সেরা চারটি ক্লাব। স্প্যানিশ পত্রিকা স্পোর্ট-এ প্রকাশিত হয়েছে এ সম্পর্কিত সংবাদ।

পিএসজি ছাড়াও মেসিকে বগলদাবা করে নিতে ওঁত পেতে আছে দুই ইংলিশ প্রিমিয়ার লীগ ক্লাব ম্যানচেস্টার সিটি এবং চেলসি। একই সঙ্গে অর্থনৈতিক সংকটে থাকা সত্ত্বেও মেসিকে নিজেদের ক্লাবে নাম লিখিয়ে ফেলতে পারে ইতালিয়ান ক্লাব এসি মিলান। এই চার জায়ান্ট ছাড়াও মেসি পরিস্থিতির ওপর খুব গভীর দৃষ্টি রাখছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখও। পেপ গার্দিওলা পুরনো শিষ্যকে নিজের দলে চাইলে চাইতেও পারেন।

দ্য স্পোর্টের রিপোর্টে বলা হয়েছে, মূলত মেসিকে কেনার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে তার মূল্য। একে তো বিশাল পারিশ্রমিক। তার ওপর রয়েছে মেসির ট্রান্সফার মূল্য। সেটা কত হতে পারে, এখনই বলা সম্ভব নয়। যদিও মেসির বাই আউট ক্লজই নির্ধারণ করা আছে ২৫০ মিলিয়ন ইউরো (প্রাায় আড়াই হাজার কোটি টাকা)। বার্সেলোনার চাওয়া এত বড় অংকের অর্থ দেওয়ার সামথ্য আছে কোন ক্লাবের? নিঃসন্দেহে ফরাসি ক্লাব পিএসজির। গত বছরই তারা ঘোষণা দিয়েছিল, চাইলে তারা বাই আউট ক্লজ পূরণ করেই মেসিকে কিনতে পারে।

আরবীয় পেট্রোডলারের মালিক নাসির আল খালাইফির আগমনের পর থেকে ফুলে-ফেঁপে বড় হচ্ছে শুধু পিএসজি। মধ্যপ্রাচ্যের এই ধনকুবের চান যে কোন মূল্যে মেসিকে তার দলে নিতে। সুতরাং, সুযোগটা তারা হেলায় হাতছাড়া করবে না নিশ্চিত। এখানে বাণিজ্যের বিষয়টি তো রয়েছেই। মেসিকে কিনতে পারলে শুধু তার জার্সি বিক্রি করেই কয়েকগুণ বেশি অর্থ তুলে নিতে পারবেন পিএসজির মালিকপক্ষ। বিজ্ঞাপনের অন্যান্য বিষয় তো বাদই থাকল।

আরেক আরবীয় শেখ ওঁতপেতে আছে মেসিকে কিনতে। তিনি শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান। আবুধাবি ইনভেস্টমেন্ট গ্রুপের মালিক ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যানচেস্টার সিটি কেনার পর থেকেই ক্লাবটি দুটি শিরোপা জিতেছে। ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয়েছে অন্যতম শক্তিশালি ক্লাব হিসেবে। আরবীয় পেট্রোডলার ছাড়ার জন্য প্রস্তুত শেখ নাহিয়ানও।

হোসে মরিনহো যতই মুখে বলুক মেসিকে সুযোগ পেলেও নেবেন না। কিন্তু মুখের সামনে যখন গ্রাস এসে যাবে, তখন তার মত ব্যাক্তি তা হেলায় হারাতে রাজি নন। বিশেষ করে তার ক্লাব মালিক রাশিয়ান তেল ব্যবসায়ী রোমান আভ্রামোভিচ। হাজার কোটি ডলার ব্যায় করতে তিনিও রাজি। তাতেও যদি মেসিকে কেনা যায়। দলকে শক্তিশালি হিসেবে গড়ে তোলা, সাথে বাণিজ্যিক বিষয়টা তো রয়েছেই।

অর্থ দ্বৈন্যতায় জর্জরিত সিরি-এ ক্লাব এসি মিলান। লীগে তাদের অবস্থান একেবারে তলানীতে। কিন্তু ক্লাব প্রেসিডেন্ট মোরাত্তিও মেসিকে কেনার সুযোগটি হাতছাড়া করবেন বলে মনে হয় না। প্রয়োজনে ব্যাংক লোন নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়বেন ট্রান্সফার মার্কেটে। বিশেষ করে, ক্লাবটিতে ইন্দোনেশিয়ান মোগল এরিক থোহিরের আগমণে অর্থের কোন সমস্যা দেখছেন না মোরাত্তি। মেসিকে কেনার জন্য যত লাগে, সবই দিতে রাজি ইন্দোনেশিয়ান ধনকুবের।

বায়ার্ন মিউনিখ তক্কে তক্কে আছে, কিভাবে ছোঁ মেরে মেসিকে আর সবার মাঝখান থেকে উড়িয়ে নিয়ে যাওয়া যায়। যদিও ভাবারিয়ানরা প্রকাশ্যে কোন কিছু ঘোষণা করেনি। তবে মাঝে-মধ্যে পেপ গার্দিওলাই যা মন্তব্য করতেন যে, সুযোগ পেলে তার তরীকে তিনি মেসি নামক পারফেক্ট মাঝি দ্বারা সাজিয়ে নিতেন। গার্দিওলার মুখ দিয়েই হয়তো ক্লাব নিজের ইচ্ছাটা প্রকাশ করে রেখেছে।

এখন দেখার বিষয় মেসির এই ব্যাপারটা কতদুর গড়ায়। এরপর কে মেসিকে কিনতে সফল হন। তবে তাকে যে বস্তা বস্তা টানা নিয়ে প্রস্তুত থাকতে হবে তাতে কোন সন্দেহ নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি