শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কোপা দেল রে’তেও অজেয় রিয়াল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৪

Real_Madrid_bg_929635389
স্পোর্টস ডেস্কঃ
কোপা দেল রে’র ম্যাচেও জয় পেয়েছে স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কর্নেলাকে কার্লো আনচেলত্তির শিষ্যরা ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে। ফলে, দুই লেগ মিলিয়ে ৯-১ এগ্রিগেডে এগিয়ে থাকল রিয়াল।

মাত্রই লা লিগার ম্যাচে মালাগাকে হারিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের ইতিহাসে টানা ১৬ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ। তাই রেকর্ডটিকে বাড়াতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে আনচেলত্তির শিষ্যরা নেমেছিল। এ ম্যাচে জয়ের ফলে ধারাবাহিকতা ধরে রেখে টানা ১৭ ম্যাচ জিতলো রিয়াল।

এ ম্যাচে আনচেলত্তি মাঠে নামাননি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, গ্যারেথ বেল আর টনি ক্রুসদের মতো তারকাদের। কিন্তু তারপরও বড় জয় তুলে নিতে ভুল করেনি রিয়ালের বাকিসব তারকারা। ম্যাচে জোড়া গোল পেয়েছেন কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজ। এছাড়া আরো গোল করেছেন ইসকো, জেসেরা।

ম্যাচের ১৫তম মিনিটে অতিথি হিসেবে খেলতে নামা কর্নেলা পেনাল্টির সুযোগ পায়। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় বনিকুয়েট। তার নেওয়া কিকটি গোলবারের উপর দিয়ে চলে যায়। এর এক মিনিট পরেই রিয়াল গোল করে এগিয়ে যায়।

রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন রদ্রিগেজ। ফলে, ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩১তম মিনিটে আবারো গোল করে রিয়াল। এবারো গোল করেন ইসকো। এর তিন মিনিট পরে (ম্যাচের ৩৪ মিনিট) নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করেন বিশ্বকাপের গোল্ডেন বুট পাওয়া রদ্রিগেজ। বিরতির আগে আনচেলত্তির ছাত্ররা ঘরের মাঠে ৩-০ গোলে এগিয়ে থাকে।

বিরতির পরে ম্যাচের ৬০তম মিনিটে আবারো এগিয়ে যায় রিয়াল। এবারে রিয়ালের কোনো ফুটবলার গোল করেননি। গোল করেছেন কর্নেলার ফুটবলার বোরজা লোপেজ। তবে, সেটি আত্মঘাতী। ফলে, ৪-০ গোলের লিড নেয় রিয়াল। আর ম্যাচের ৭৭তম মিনিটে দলের শেষ গোলটি করেন জেসে রদ্রিগেজ।

এর আগে দু’দলের প্রথম লেগে রিয়ালের কাছে ৪-১ গোলে হেরেছিল কর্নেলা। – See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/345925.html#sthash.4q8zfxgG.dpuf



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি