বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পরীক্ষা না দিয়েও জিপিএ-৫!


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১২.২০১৪

Lalmonirhat_Hatibandha_PSC__Pic_381918548

পূর্বাশা ডেস্কঃ
লালমনিরহাটে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) অংশ না নিলেও জিপিএ-৫ পেয়েছে সাজ্জাদ ইসলাম শাকিব নামে এক ছাত্র।

মঙ্গলবার দুপুরে ঘোষিত ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তদের তালিকায় তার নাম এসেছে। এ ঘটনায় পুরো উপজেলাজুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।

সাজ্জাদ ইসলাম শাকিব লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে ওই উপজেলার পুর্ব সিন্দুনা গ্রামের হাছেন আলীর ছেলে।

হাতীবান্ধা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম ও শাপলা আক্তার জানান, এ পিএসপি পরীক্ষায় ওই বিদ্যালয় থেকে ৯১ জন শিক্ষার্থী অংশ নেয়। সাজ্জাদ ইসলাম শাকিব তাদের মধ্যে অনুপস্থিত ছিল । তার রোল নং ২৪৩৫। কিন্তু প্রকাশিত ফলাফলে দেখা যায় শাকিব জিপিএ-৫ পেয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, উপজেলা শিক্ষা অফিসের উদাসীনতার কারণেই এমন ঘটনা ঘটেছে। তবে এর সুষ্ঠু তদন্তের দাবি জানান।

হাতীবান্ধা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুনবী ওই ছাত্রের পরীক্ষা না দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, কি কারণে এমন হলো তা নিয়ে কিছু বলতে পারবো না।

যোগাযোগ করা হলে হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্বাস আলী ভূঁইয়া বলেন, বিষয়টি তার জানা নেই। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি