শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বার্সার দুরন্ত জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০১৫

Barcalona_bg_946689276

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার আক্রমণভাগকে বলা হয় ক্লাব পর্যায়ের সেরা আক্রমণভাগ। কেন বলা হয় তা লা লিগার সর্বশেষ ম্যাচে বুঝেছে গেটাফে। বার্সার মাঠে অতিথি হিসেবে খেলতে নেমে গেটাফের জালে ছয়বার বল জড়িয়েছে কাতালানদের স্ট্রাইকাররা।

ক্যাম্প ন্যু’তে গেটাফেকে আতিথ্য দেওয়া বার্সার হয়ে গোল করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, ব্রাজিল তারকা নেইমার, উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ আর স্প্যানিশ মিডফিল্ডার জাভি। নেইমার আর জাভি একটি করে গোল করলেও মেসি এবং সুয়ারেজ করেছেন জোড়া গোল।

ম্যাচের নবম মিনিটেই পেনাল্টি থেকে গোল আদায় করেন মেসি। ২৫ মিনিটের মাথায় মেসির অ্যাসিস্ট থেকে দলের দ্বিতীয় আর নিজের প্রথম গোল করেন লিভারপুলের সাবেক তারকা সুয়ারেজ। এর তিন মিনিট পরই ব্যবধান বাড়ান ব্রাজিল অধিনায়ক নেইমার। এবারে নেইমারকে বল বানিয়ে দেয় উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ।

৩-০ গোলে এগিয়ে থাকা কাতালানদের গোলক্ষুধা তখনো মেটেনি। দুই মিনিট পরেই ম্যাচের ৩০ মিনিটের মাথায় স্প্যানিশ তারকা জাভি তার পুরোনো ছন্দে ফিরলে কি হতে পারে ক্যাম্প ন্যু’তে থাকা ৬৫ হাজারের বেশি দর্শক সেটি দেখেছে। নেইমারের অ্যাসিস্টে দারুণ এক গোল করেন জাভি।

গোল করেই থেমে যাননি জাভি। সুয়ারেজকে দিয়ে ম্যাচের ৪০ মিনিটের মাথায় গোলও করিয়েছেন। আর এ গোলের পর সুয়ারেজ তার জোড়া গোল পূর্ণ করেন।

প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক বার্সা। বিরতি থেকে ফিরে মাত্র দুই মিনিট যেতেই আবারো গেটাফের জালে বল জড়ান মেসি। সুয়ারেজের সহায়তায় নিজের দ্বিতীয় আর দলের ষষ্ঠ গোল করেন মেসি।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। এ জয়ের পর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সার পয়েন্ট গিয়ে দাঁড়ালো ৮৪’তে। ৩৪ ম্যাচ খেলা বার্সার থেকে এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ অর্জন করেছে ৭৯ পয়েন্ট। টেবিলের দুইয়ে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি