বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু


কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৫.২০১৫

ccn ust main-front-pic
স্টাফ রিপোর্টারঃ
গুণগত মানসম্মত শিক্ষা প্রদানের প্রত্যয় নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গত ১৮ মে ২০১৫খ্রিঃ তারিখে বিশ্ববিদ্যালয় মঞ্জুৃরী কমিশনের এক আদেশের মাধ্যমে কুমিল্লার কোটবাড়ীতে প্রতিষ্ঠিত উক্ত বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু করার অনুমোদন প্রদান করা হয়। প্রাথমিক পর্যায়ে বিবিএ, এমবিএ, এলএলবি, এলএলএম, বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স এবং ইকনোমিক্স প্রোগ্রামসমূহে শিক্ষার্থী ভর্তির অনুমোদন প্রদান করা হয়েছে। ল্যাবরেটরি ভিত্তিক প্রোগ্রামসমূহ অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে বলে উক্ত পত্রে উল্লেখ করা হয়। অনুমোদনের জন্যে প্রক্রিয়াধীন প্রোগ্রামসমূহ হচ্ছে- বিএসসি ইন মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স, টেক্সটাইল, এগ্রিকালচারাল, কমপিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং কেমিষ্ট্রি ও ফিজিক্স। এছাড়াও রয়েছে এমএসসি ইন সিভিল, ইলেকট্রিক্যাল ও কমপিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং।
বিশ্ববিদ্যালয়টির উদ্যোক্তা প্রতিষ্ঠান সিসিএন-ইউএসটি ট্রাস্ট এর সদস্য সচিব জনাব তারিকুল ইসলাম চৌধুরী জানান, গুণগত ও মানসম্মত শিক্ষার প্রসারে “সিসিএন শিক্ষা পরিবার” অত্র অঞ্চলে প্রায় দেড়যুগ সময়কাল অত্যন্ত সফলতার সাথে কাজ করে যাচ্ছে। তথ্য প্রযুক্তি শিক্ষার সুযোগ রাজধানীর বাইরে প্রসারের লক্ষ্য নিয়ে নব্বইয়ের দশক থেকে সিসিএন শিক্ষা পরিবার অত্র অঞ্চলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রদানের কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় ২০০১ সালে সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউট স্থাপিত হয়। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি দুই সহ¯্রাধিক শিক্ষার্থী তাদের শিক্ষা জীবন শেষ করে দেশে ও বিদেশে অত্যন্ত সুনামের সাথে জীবিকা নির্বাহ করছে। প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতা, ভাল ফলাফল, শিক্ষা শেষে কর্মসংস্থান ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ঝশরষষং ধহফ ঞৎধরহরহম ঊহযধহপবসবহঃ চৎড়লবপঃ (ঝঞঊচ) কর্তৃপক্ষ সারাদেশে সরকারী ও বেসরকারী পর্যায়ের ৯৩টি প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে প্রায় অর্ধেক শিক্ষার্থীকে প্রতি মাসে ৮০০/- টাকা হারে বৃত্তি প্রদান করছে। বৃহত্তর কুমিল্লায় বেসরকারী পর্যায়ের পলিটেকনিক ইন্সটিটিউটসমূহের মধ্যে কেবলমাত্র সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই সুবিধা ভোগ করতে পারছে।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার পাশাপাশি প্রযুক্তির সান্নিধ্যে সাধারণ শিক্ষা প্রদানের লক্ষ্যে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় সিসিএন মডেল কলেজ। এই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্নকারী অধিকাংশ শিক্ষার্থী বর্তমানে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং-এ উচ্চ শিক্ষা গ্রহণ করছে।
বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে উচ্চ শিক্ষার প্রসার ঘটাতে সিসিএন শিক্ষা পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন প্রদান করেন। এরই ধারাবাহিকতায় ১২ অক্টোবর ২০১৪খ্রিঃ তারিখে শিক্ষা মন্ত্রণালয় এবং ২২ অক্টোবর ২০১৪খ্রিঃ তারিখে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে উক্ত বিশ্ববিদ্যালয়টি স্থাপনের বিষয়ে প্রজ্ঞাপন জারী করা হয়। গত ১৮ মে ২০১৫খ্রিঃ তারিখে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রাথমিকভাবে ৮টি বিষয়ের মাধ্যমে একাডেমিক কার্যক্রম শুরু করার পত্র জারী করেন।
নব্বইয়ের দশক থেকে সিসিএন শিক্ষা পরিবার অত্যন্ত সুনামের সাথে গুণগত মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে। যেহেতু বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্বশাসিত উচ্চ শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান, তাই এর ব্যবস্থাপনা, পাঠদান পদ্ধতি, পরীক্ষা, সহপাঠ্যক্রমিক কার্যক্রম, গবেষণা ইত্যাদি বিষয়সমূহ আধুনিক ও যুগোপযোগী হবে বলে জনাব তারিকুল ইসলাম চৌধুরী জানান। এছাড়াও তিনি বলেন, বিগত প্রায় দেড় যুগ সময় ধরে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারের মাধ্যমে “সিসিএন শিক্ষা পরিবার” যথেষ্ট সুনাম অর্জন করতে পেরেছে। উক্ত সময়ের সকল অভিজ্ঞতা ও সুনামকে কাজে লাগিয়ে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে গুণগত মানসম্পন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে উদ্যোক্তা পরিষদ বদ্ধপরিকর বলে তিনি জানান।
প্রকাশ থাকে যে, বিশ্ববিদ্যালয়টি কুমিল্লা জেলার শিক্ষা অঞ্চল নামে খ্যাত পর্যটন এলাকা কোটবাড়ীতে পাহাড়ঘেরা নান্দনিক পরিবেশে ৩০ একর জায়গার উপর প্রতিষ্ঠিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় উদ্যোক্তাদের বিগত সময়ের অভিজ্ঞতা, আন্তরিকতা ও মনোভাব অব্যাহত থাকলে এটি অল্প সময়ের মধ্যে দেশের অন্যতম বেসরকারী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি