রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


যমুনা ছাড়লেন জ ই মামুন


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৭.২০১৫

জ ই মামুন

মিডিয়া ডেস্কঃ

যমুনা টেলিভিশনের বার্তা পরিচালকের পদ থেকে হঠাৎ করেই সরে দাঁড়ালেন জ ই মামুন। গত ১৬ জুলাই তিনি চ্যানেলটি থেকে পদত্যাগ করেছেন। যমুনা টেলিভিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানাচ্ছে, বেশ কিছুদিন ধরেই কর্তৃপক্ষের সঙ্গে মামুনের সম্পর্ক ভালো যাচ্ছিল না। চ্যানেলটিতে যোগ দেবার পর তিনি নিজের মতো করে কিছু করতে পারছিলেন না বলেও কখনো কখনো ঘনিষ্ঠদের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে। এ কারণেই মামুন পদত্যাগে বাধ্য হয়েছেন বলে নানা সূত্রে জানা গেছে।
এদিকে, যমুনা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানাচ্ছে, জ ই মামুনকে যে প্রত্যাশা নিয়ে কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছিল তা পূরণ হয়নি। চ্যানেলটিতে বাড়তি কোনোকিছু যোগ করতে পারেননি তিনি। এ নিয়েই আসলে মতবিরোধের শুরু। গত কয়েক সপ্তাহের টিআরপি নিয়ে কর্তৃপক্ষের রোষানলে পড়েন তিনি। দেশের ছয়টি সংবাদভিত্তিক টিভি চ্যানেলের মধ্যে যমুনাকে তিন অথবা চার নম্বর অবস্থান নেই সন্তুষ্ট থাকতে হয়েছে।
জ ই মামুন গত বছর ঈদুল আজহার পর তার দীর্ঘদিনের কর্মস্থল এটিএন বাংলা ছেড়ে যমুনায় যোগ দেন। এটিএন বাংলায় তিনি ছিলেন প্রায় নয় বছর। ২০০৫ সালে তিনি চ্যানেলটিতে যোগ দেন। অথচ যমুনায় তিনি তার চাকরীজীবন দীর্ঘায়িত করতে পারেননি। এক বছরের কম সময়ের মধ্যেই তাকে চ্যানেলটি ছাড়তে হলো। যমুনা ছেড়ে তিনি আবার এটিএন বাংলায় ফিরে গেছেন বলে জানা গেছে। এটিএন বাংলায় তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন বলে চ্যানেল সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, জ ই মামুন টেলিভিশন সাংবাদিকতায় আসেন প্রথম প্রজন্মের একুশে টেলিভিশনের মাধ্যমে। এর আগে তিনি বিভিন্ন পত্রিকায় রিপোর্টার হিসেবে কাজ করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি