শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শিরোপাটা মেসির হাতেই উঠুক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৭.২০১৫

 

Lionel-Messi-Argentina-Celebrates-Scoring-At-The-Maracana-Stadium-World-Cup-2014-Lionel-Messi-1025x716

ডেস্ক রিপোর্ট : ক্লাব ফুটবলে সম্ভাব্য সব কিছুই জিতেছেন লিওনেল মেসি। জাদুকরি ফুটবল নৈপুণ্যে হার মানিয়েছেন বিশ্বের সেরা সব ডিফেন্ডারদের। অসাধারণ বুদ্ধি দিয়ে পরাস্ত করেছেন চীনের ‘মহাপ্রাচীর’ খ্যাত গোলরক্ষকদের। অবিশ্বাস্য গতি আর চোখ ধাঁধানো ড্রিবলিংয়ে তাক লাগিয়ে দিয়েছেন গোটা ফুটবল বিশ্বকে।

নিজেকে মেলে ধরেছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে। ভিনগ্রহের খেলোয়াড় হিসেবেও আখ্যায়িত হয়েছেন। রেকর্ডের পর রেকর্ড গড়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।কিন্তু এত কিছুর পরও যে মেসির অতৃপ্তি রয়েই গেছে। অতৃপ্তিটা ক্লাব বার্সেলোনার হয়ে নয়, জাতীয় দলের। জাতীয় দলের জার্সিতে এখনো যে একটিও বড় কোনো শিরোপা জেতা হয়নি লিওনেল মেসির!

অবশ্য অলিম্পিকে একবার সোনা জিতেছেন মেসি। তবে সেটা আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে। ২০০৮ বেইজিং অলিম্পিকে সোনা জিতেছিলেন আর্জেন্টিনা ফরোয়ার্ড। তার আগে ২০০৫ সালে জাতীয় দলে অভিষিক্ত মেসি প্রথমবার ফিফা বিশ্বকাপ খেলেছেন ২০০৬ সালে। কিন্তু সেবার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারেস্বাগতিক জার্মানির কাছে দলের পরাজয় দেখতে হয়েছে ডাগ-আউটের বেঞ্চে বসে।

চার বছর পর ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও ওই কোয়ার্টার ফাইনালেই বিদায় ঘণ্টা বাজে আর্জেন্টিনার। এবারও প্রতিপক্ষ ছিল সেই জার্মানি। এবার মেসি দলে থাকলেও জার্মানদের কাছে ৪-০ গোলে হেরে বসে আলবিসেলেস্তেরা। আর সবশেষ গত ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত খেলে সোনালী ট্রফিটা ছোঁয়ার খুব কাছে চলে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে ওই জার্মানির কাছেই শিরোপার স্বপ্ন ভাঙে আকাশী নীল জার্সিধারীদের।

ব্রাজিলের ঐতিহাসিক মারাকানার ফাইনালে অতিরিক্ত সময়ের একমাত্র গোলে হৃদয় ভাঙে লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়া, সার্জিও রোমেরোদের।শিরোপার খুব কাছে এসেও ঘরে ফিরতে হয় খালি হাতে।স্বপ্নের এত কাছাকাছি এসে খালি হাতে ফেরাকে সেদিন কোনোভাবেই মানতে পারেনি আর্জেন্টিনা অধিনায়ক মেসি। তাই তো টুর্নামেন্ট সেরার ট্রফি গোল্ডেন বল নিতে মঞ্চে দেখা গিয়েছিল নিষ্প্রাণ ভাবলেশহীন এক মেসিকে।

তবে বছর ঘুরতে না-ঘুরতেই আরেকটি শিরোপা স্বপ্ন দেখাচ্ছে মেসিদের। কোপা আমেরিকার শিরোপা। লাতিন আমেরিকার বিশ্বকাপ নামে পরিচিত এই টুর্নামেন্টের ফাইনালে উঠে শিরোপা খুব কাছেই রয়েছে আর্জেন্টিনা। মেসির জন্য বিষয়টা গৌরবেরই বটে- পর পর দুই বছর দলকে নেতৃত্ব দিয়ে দুটি বড় টুর্নামেন্টের ফাইনালে তোলার কীর্তি। এবার কোপার শিরোপাটা জিতলে আকাক্সক্ষার ষোলোকলাও পূর্ণ হবে মেসির। আর এই লক্ষ্যে শনিবার কোপার ফাইনালে স্বাগতিক চিলির বিপক্ষে খেলবে মেসির আর্জেন্টিনা।

এবার কোপাটা শুধু মেসির স্বপ্ন পূরণের মঞ্চই নয়, আর্জেন্টিনার ২২ বছরের শিরোপা খরা কাটানোর মিশনও বটে।গত ২২ বছর ধরে বড় কোনো শিরোপা আর্জেন্টিনার ঘরে ওঠেনি। দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের সবশেষ শিরোপাটাও এসেছে এই কোপা থেকে, ১৯৯৩ সালে। ১৯৯৩ সালে গ্যাব্রিয়েল বাতিস্তুতা-দিয়েগো সিমিওনেরা যখন আর্জেন্টিনাকে কোপার শিরোপা এনে দিয়েছিলেন, মেসির বয়স তখন মাত্র ছয় বছর।বাতিস্তুতা-সিমিওনের উত্তরসূরি হিসেবে মেসির সামনে এবার কোপার শিরোপা জেতার সুযোগ এসেছে।

কোপায় ২০০৭ সালেও ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। খেলেছিলেন মেসি। কিন্তু ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল মেসিদের। ২০১১ সালে কোপার পরবর্তী আসরে মেসিদের আর্জেন্টিনা বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকেই, উরুগুয়ের কাছে হেরে। এবার চিলিতে অনুষ্ঠেয় কোপায় ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে জিতলেই জাতীয় দলের হয়ে শিরোপার স্বপ্ন পূরণ হবে মেসির। আর এমনটা হলে সমালোচকদের মুখটাও বন্ধ করতে পারবেন তিনি।

সমালোচকদের দাবি, মেসি ক্লাব বার্সেলোনায় যেভাবে খেলেন, জাতীয় দলের হয়ে সেভাবে খেলেন না। জাতীয় দলের হয়ে গা বাঁচিয়ে খেলেন। মেসি তাই আর্জেন্টিনার হয়ে শিরোপা জিততে বদ্ধপরিকর। চারবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার বলেন, ‘আমি সত্যিই জাতীয় দলের হয়ে বিশেষ কিছু (শিরোপা) জিততে চাই।’

কোপা জিতলে বিশ্বকাপের শিরোপা হারানোর ক্ষতে কিছুটা হলেও সান্ত¡নার প্রলেপ দিতে পারবেন মেসি। পাশাপাশি জাতীয় দলের হয়ে জিতবেন প্রথম কোনো বড় শিরোপা। সেই সঙ্গে ২২ বছরের শিরোপা খরা কাটবে আর্জেন্টিনার। আকাশী নীল জার্সিধারীদের দীর্ঘদিনের কাক্সিক্ষত শিরোপাটা তাই মেসির হাতেই উঠুক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি