রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সাংবাদিক প্রবীর সিকদার মুক্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৮.২০১৫

Faridpur-Probir-400x273

স্টাফ রিপোর্টারঃ

জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক প্রবীর সিকদার। তিন দিনের রিমান্ড শেষ হওয়ার আগেই জামিনে মুক্ত হলেন তিনি।

বুধবার দুপুর ২টায় তিনি ফরিদপুর কারাগার থেকে ছাড়া পান। ফরিদপুরের ১নং আমলি আদালতে হাজির করা হলে বিচারক হামিদুল ইসলাম তার জামিন আবেদন মঞ্জুর করেন।

সাংবাদিক প্রবীর সিকদারের পক্ষের আইনজীবী আলী আশরাফ নান্নু জামিনের কপি নিয়ে জেলগেটে যান। এরপর যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার পর এই সাংবাদিককে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

ফেইসবুকে দেওয়া স্ট্যাটাসে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নাম উল্লেখ করায় মর্যাদাহানির অভিযোগ এনে আইসিটি অ্যাক্টে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

এরআগে মঙ্গলবার ফরিদপুরে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় প্রবীর সিকদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। প্রবীর সিকদারের পক্ষে তার আইনজীবী আলী আশরাফ নান্নু রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চান। জামিনের পক্ষে প্রবীর সিকদার নিজেও আদালতে বক্তব্য পেশ করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সম্প্রতি জীবনের শঙ্কা নিয়ে ফেইসবুকের এক স্ট্যাটাসে প্রবীর সিকদার স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নাম উল্লেখ করেন। এ ছাড়া মুসা বিন শমসেরকে নিয়েও কয়েকটি পোস্ট দেন প্রবীর সিকদার।

প্রবীর সিকদারের ওই স্ট্যাটাসের জের ধরে রোববার রাত ১১টার দিকে ফরিদপুরের কোতয়ালী থানায় তথ্যপ্রযুক্তি আইনে ফরিদপুরের এপিপি অ্যাডভোকেট স্বপন কুমার পাল মামলাটি করেন। ২৫ জুলাই প্রবীর সিকদার ফেইসবুক পেজ থেকে এ রকম একটি স্ট্যাটাসে তিনি মুসা বিন শমসেরকে নিয়ে লেখেন। স্ট্যাটাসটিতে শেরেবাংলা নগর থানায় তার জিডি না নেওয়ার বিষয় উল্লেখ করেন।

সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে রোববার ফরিদপুর কোতয়ালী থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করেন পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার উপদেষ্টা ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট স্বপন কুমার পাল।

রাজধানীর ইন্দিরা রোডের নিজ পত্রিকা কার্যালয় থেকে রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জিজ্ঞাসাবাদের কথা বলে প্রবীর সিকদারকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এরপর সোমবার ভোরে সেখান থেকে তাকে ফরিদপুর থানায় নিয়ে যাওয়া হয়।

প্রবীর সিকদারকে বিকেলে ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। আদালত প্রবীর সিকদারকে জেলহাজতে পাঠান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি