শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » মিডিয়া » এক দিনেই প্রথম আলো থেকে ৯৬ লাখ টাকার বিজ্ঞাপন প্রত্যাহার!


এক দিনেই প্রথম আলো থেকে ৯৬ লাখ টাকার বিজ্ঞাপন প্রত্যাহার!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৮.২০১৫

moti

মিডিয়া ডেস্কঃ

বাংলাদেশের বহুল প্রচারিত ও জনপ্রিয় বাংলা দৈনিক প্রথম আলো এবং ইংরেজি দৈনিক ডেইলি স্টার অদৃশ্য কালো থাবার কবলে পড়েছে। বহুজাতিক ও দেশীয় বৃহৎ সংস্থাগুলোর বিজ্ঞাপন বন্ধ হয়ে গেছে পত্রিকা দুটিতে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সরকারের একটি বিশেষ মহলের চাপে প্রতিষ্ঠানগুলো তাদের সব ধরনের বিজ্ঞাপন এ দুটি পত্রিকা থেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হচ্ছে। প্রথম আলো ও ডেইলি স্টার-এ কর্মরত এক হাজারেরও বেশি সাংবাদিক-কর্মচারি এ ঘটনায় অনিশ্চয়তা আর আতংকে ভুগছেন।
গত চারদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রথম আলো এবং ডেইলি স্টারে ফোন করে বলা হচ্ছে, তাদের বিজ্ঞাপন এখন থেকে আর পত্রিকা দুটিতে প্রচারিত হবে না। বহুজাতিক ও দেশিয় এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে টেলিফোন কোম্পানি, বেসরকারি ব্যাংক ও বিশ্ববিদ্যালয়, রিয়েল এস্টেট ও প্রসাধনী কোম্পানি। গত বুধবার একদিনেই প্রথম আলো থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে ৯৬ লক্ষ টাকার বিজ্ঞাপন।
এ বিষয়ে জানতে নিউইয়র্কে ‘আজকাল’-এর প্রধান কার্যালয় থেকে ফোন করা হলে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘আমরা চারদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ফোন পাচ্ছি। তারা আমাদেরকে যেসব বিজ্ঞাপন প্রচারের জন্য দিয়েছিল সেগুলো প্রত্যাহার করে নিয়েছে।’ এ ঘটনার কারণ কী জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা শুনেছি মহল বিশেষের চাপে বহুজাতিক ও দেশিয় প্রতিষ্ঠানগুলো প্রথম আলো ও ডেইলি স্টার থেকে বিজ্ঞাপন তুলে নিচ্ছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম আলোর একজন জ্যেষ্ঠ প্রতিবেদক আজকালকে জানান, ‘প্রতিদিনই কোনো না কোনো প্রতিষ্ঠান থেকে তাদের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার ফোন আসছে। বিজ্ঞাপন গণমাধ্যমের আয়ের একমাত্র উৎস। পত্রিকা বিক্রির টাকায় কোন পত্রিকার প্রকাশনা খরচ উঠে আসে না। তাই পুরো নির্ভরশীলতা চিরাচরিতভাবে বিজ্ঞাপনের ওপরেই। আমি তো মনে করি, যারা প্রতিষ্ঠানগুলোকে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার জন্য চাপ দিচ্ছে তারা শুধু প্রতিষ্ঠানের ক্ষতি করছে না, হাজারো সাংবাদিককে ভাতে মারার ব্যবস্থা করছে।’
বাংলাদেশের ট্রান্সকম গ্র“পের মালিকানাধীন প্রতিষ্ঠান মিডিয়া স্টার লিমিটেড থেকে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা দুটি প্রকাশিত হয়। প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান এবং ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। প্রকাশের পর থেকেই বিভিন্ন সরকারের সময় পত্রিকা দুটিকে এগোতে হয়েছে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় সবচেয়ে বেশি চাপে ছিল প্রথম আলো ও ডেইলি স্টার। এখনো প্রতিনিয়তই পত্রিকা দুটিকে নানা আইনি জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। এরপরও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত দক্ষতার কারণে পত্রিকা দুটি বাংলাদেশে গণমাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। বাংলাদেশের সবচেয়ে মর্যাদাসম্পন্ন কাগজ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। প্রায় দুই দশক ধরে প্রকাশিত প্রথম আলোর দেশে, বিদেশে এবং অনলাইনে পাঠক সংখ্যা ৫০ লাখেরও বেশি। আর দুই যুগের বেশি সময় ধরে প্রকাশিত ডেইলি স্টার বাংলাদেশের সবচেয়ে পাঠকপ্রিয় প্রভাবশালী ইংরেজি দৈনিক। সাপ্তাহিক আজকাল



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি