রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সাংবাদিকতার ভয়াল বছর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০১৫

 

DwxksSfXyhfc-400x320

ডেস্ক রিপোর্ট : ২০১৪ সালে বিশ্বজুড়ে সহিংসতায় ৬০ জন সাংবাদিক নিহত হলেও এ বছর আগস্ট পর্যন্ত নিহতের সংখ্যা ৪০ জনে পৌঁছেছে। গণমাধ্যম পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের পর্যবেক্ষণে এ তথ্য উঠে এসেছে।

সর্বোচ্চ ৮ জন সাংবাদিক মারা গেছেন ফ্রান্সে। এরপরই আছে গোলযোগপূর্ণ সাউদ সুদান। সেখানে মারা গেছেন ৫জন সাংবাদিক।

সর্বশেষ প্রাণহানির ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ভার্জিনিয়ায় একটি টেলিভিশনে লাইভ অনুষ্ঠান চলার সময়ে গুলি করে ২ সাংবাদিককে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা।

নিহতরা হলেন ডাব্লিউ ডি বি জে টিলিভিশনের নারী প্রতিবেদক অ্যালিসন পার্কার ও ক্যামেরাম্যান অ্যাডাম ওয়ার্ড। টিভিতে লাইভ চলাকালে বন্দুকধারীরা গুলি ছুঁড়লে তারা নিহত হন।

এছাড়া আইএসআই উত্তাপ ছড়ানোর পর থেকে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আফ্রিকার বিভিন্ন দেশে সাংবাদিক নিহতের সংখ্যা বেড়েছে। শুধু ইরাক, সাউদ সুদান, সিরিয়া ও ইয়েমেনেই নিহত হন ১৭ জন সাংবাদিক।

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের বিরোধের পর থেকে ইউক্রেনেও এবছরই প্রাণ হারিয়েছেন দুইজন সাংবাদিক। তাছাড়া মাদক অধ্যুষিত মেক্সিকোর সীমান্ত এলাকায় প্রাণ হারান দুইজন।

এছাড়া ক্ষমতাসীনদের রোষানলে পড়ে কারাবরণ করতে হয়েছে ১২৮ জন সাংবাদিককে। তিনজন মিডিয়া সহায়ক নিহতের পাশাপাশি কারারুদ্ধ হয়েছেন ১৩ জন।

মেইন স্ট্রিম জার্নালিজমের সঙ্গে সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হয়ে ওঠা সিটিজেন জার্নালিজম এবং ব্লগাররাও নিহত হচ্ছেন। সর্বোচ্চ চারজন করে সিটিজেন জার্নালিষ্ট এবং ব্লগার মারা গেছেন বাংলাদেশ ও সিরিয়ায়। এই দুই দেশের বাইরে একমাত্র ব্রাজিলে একজন সিটিজেন জার্নালিষ্টের উপর মৃত্যুর খড়গ নেমে এসেছে।

আর সারাবিশ্বে কারারুদ্ধ হয়েছেন ১৭৮ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি