মঙ্গলবার,১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার টানা তৃতীয় জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৫

 

227737.3

ডেস্ক রিপোর্ট :

প্রথম ম্যাচে অধোগতির পারফরম্যান্সের পরই জয়ের ছন্দে ফিরেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেটা অব্যাহত থাকল বিপিএলের প্রথম পর্ব পর্যন্ত। আগের ম্যাচগুলোতে জয় পেলেও রান রেট ভালো ছিল না কুমিল্লার।

শুক্রবার সব চাওয়াই পূর্ণ হয়েছে দলটির। রংপুর রাইডার্সের ৮২ রানকে টপকে গেছে ১১.৫ ওভারেই। ৪৯ বল আগে ১ উইকেটে ৮৪ রান তুলে বড় জয় পায় কুমিল্লা। রান রেট বাড়িয়ে নেয়ার সঙ্গে ম্যাচটা মাশরাফির দল জিতেছে ৯ উইকেটে। বিপিএলে চার ম্যাচে এটি তাদের টানা তৃতীয় জয়। পাঁচ ম্যাচে রংপুরের দ্বিতীয় হার। কুমিল্লার মারলন স্যামুয়েলস ম্যাচ সেরা হন।

 ধীর স্থির শুরুই করেছিল ৮৩ রানের টার্গেটে খেলতে নামা কুমিল্লা। ২৯ রানে প্রথম উইকেট হারায় মাশরাফির দল। মাহমুদুল হাসান (১১) আরাফাত সানির বলে মিসবাহর হাতে ক্যাচ দেন। ৯ ওভারে ৪৮ রান তুলেছিল দলটি। আবু জায়েদ রাহী করা দশম ওভারেই অগ্নিশর্মা হয়ে উঠে মারলন স্যামুয়েলসের ব্যাট। ওই ওভারে চারটি চার ও একটি ছক্কা মারেন এ ক্যারিবিয়ান। ২৩ রানের ওভারটাই কুমিল্লার জয়কে সহজ করে দেয়। ১২তম ওভারে চার মেরে দলের জয় নিশ্চিত করেন স্যামুয়েলসই।

দুবার জীবন পাওয়া ইমরুল ২৪ রানে অপরাজিত ছিলেন। স্যামুয়েলস ২৪ বলে অপরাজিত ৪২ রান (৮ চার, ১ ছয়) করেন।

এর আগে সাকিব বিহীন রংপুর টসে হেরে প্রথমে ব্যাট করে। গোটা ইনিংসে দুঅংকের ঘর স্পর্শ করেছেন দুজন ব্যাটসম্যান। সর্বোচ্চ ২৮ রান করেছেন মিঠুন। সাকলাইন সজীব ১১ রান করেন। ইনিংসে ৬ চারের বিপরীতে নেই একটি ছক্কাও। সৌম্য সরকার, লেন্ডস সিমন্স ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরেছেন নুয়ান কুলাসেকেরার শিকার হয়ে। পরে আশার জাইদি, আবু হায়দার রনি ও নারিনরা নিয়মিত বিরতিতে উইকেট উৎসবে মেতে ছিলেন।

দলের অধিনায়ক মিসবাহ উল হক (৯) এলবির ফাঁদে পড়েন। থিসেরা পেরেরা, জহুরুল ইসলাম পারেননি উইকেটে থিতু হতে। ১৬তম ওভারের শেষ বলে ফলো থ্রুতে মিঠুনের তোলা দুর্দান্ত ক্যাচ নিয়েও উইকেট পানি বাঁহাতি পেসার আবু হায়দার রনি। উঠে দাঁড়ানোর আগে রনির হাতে থাকা বলটি মাটিতে স্পর্শ করে। কুমিল্লার কুলাসেকেরা ১২ রানে ৪টি, আবু হায়দার রনি ২টি করে উইকেট নেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি