শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৯৫ বছর বয়সে ২০০ মিটার দৌড়ে রেকর্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৬

charles_eugster1-400x240
ডেস্ক রিপোর্টঃ

বয়স ৯০ পেরিয়ে যাওয়ার পরও কেউ ম্যারাথন দৌড়াচ্ছেন, ১০০ মিটার বা ২০০ মিটার, স্প্রিন্টিং করছেন এমন কথা অনেকের কাছে অবিশ্বাস্য লাগলেও আজগুবি কিছু নয়। বিশ্বের অনেক দেশেই অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ৬০ বছরের বেশি নারী পুরুষের জন্য আলাদা বিভাগ থাকে এবং সেখানেই প্রতিযোগিতা করেন ৮০ থেকে ৯০ বছর এমনকি ১০০ বছর বয়স্ক নারী পুরুষেরা।

গত বছর ডা. চার্লস ইউগিস্টার ৯৫ বছর বয়সে ২০০ মিটার দৌড়েছেন মাত্র ৫৫.৪৮ সেকেন্ডে। ২০০ মিটার দৌড়ে এর আগের রেকর্ডটি হচ্ছে উসাইন বোল্টের ১৯.১৯ সেকেন্ড।  তবে বয়সের ব্যবধানে তার এ বিশ্ব রেকর্ড খারাপ নয়। এমনই আরো কিছু বিশ্ব রেকর্ডের কথা জানা যাক।

জাপানের হিদেকিচি মিয়াজাকির বয়স ১০৫ বছর। তিনি ৪২.২২ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে গ্রিনিচ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছেন। এবং জাপানে তার নাম হয়ে গেছে গোল্ডেন বুট।

১০০ বছরে ফাউজা সিং কয়েক বছর আগেই ম্যারাথন দৌড়ে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির রেকর্ড গড়ে ছিলেন। তিনি ৪২ কি.মি দৌড়েছেন ৮ ঘন্টা ২৫ মিনিটে।

মহিলাদের মধ্যে এমনই একজন হলেন কানাডিয়ান বাসিন্দা ব্যাটি জিম মেথিও, বয়স ৮৮ এবং তিনি একজন ম্যারাথন রানার। তিনি সম্প্রতি হনলুলুতে ৬ ঘন্টা ৩১ মিনিট ৩২ সেকেন্ডে হাফ ম্যারাথন দৌড়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন।

ব্যাটি জিম মেথিও বিবিসির এক সাক্ষাতকারে বলেন, আমি ঠিক জানি না আমি এখনো দৌড়াই কিভাবে, হয়তবা আমি দৌড়াই বলেই এখনো সুস্থ আছি। তবে এটা আমার সৌভাগ্য আমি এখনো দৌড়াতে পারি।

প্রশ্ন ছিল আর কতবার দৌড়াবেন তিনি? উত্তরে হেসে দিয়ে তিনি বলেন, আমি প্রতিবারই ভাবি এবারই শেষ, তবে সত্যি জানিনা আমি আর কতবার ম্যারাথনে দৌড়াতে পারব। এবছর আমার হাঁটুর সমস্যার কারণে আমি আসতে চাইনি। কিন্তু শেষ পর্যন্ত আমার নাতির চাপে এসেছি। আগামী বছর থেকে আমি বিরতি দিতে চেয়েছিলাম কিন্তু যে মেয়েদের সাথে আমি দৌড়াই তারা বলেছে আমি এক বছর বিরতি দিতে পারব। ৯০ বছর বয়সে আমাকে আরেকবার দৌড়াতেই হবে। এখন বয়স্ক মানুষের খেলাধুলার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি অনেক পাল্টে গেছে। আগে লোকে আমাকে পাগল বলত আর এজন্যে আমি রাতের অন্ধকারে দৌড়াতাম  কিন্তু এখন লোকে আমাকে অনেক সম্মান করে। আমি মনে করি ভবিষ্যতে ৮০, ৯০ বছরের অনেকেই অনেকবার আমার এ রেকর্ড ভাঙ্গবে।

কিন্তু ৫০,৬০,৭০,৮০ এবং ১০০ বছরেরও বেশি বয়সী লোকেরা ৮ ঘন্টা ধওে ম্যারাথন দৌড় কিভাবে সম্ভব এ সম্পর্কে যুক্তরাজ্যে ও লাভডো বিশ্বদ্যালয়ের ড. রিচার্ড ফার্গোসন বলেন, এটা সত্যি অসাধারণ ব্যপার। এবং ব্যাটির মত মানুষ সবার জন্যই অনুপ্রেরণা। এই চর্চার কিছু ঝুঁকি থাকলেও এর সুফল অনেক বেশি। গবেষণায় দেখা গেছে ব্যায়াম যে কোন বয়সেই দুরারোগ্য ব্যাধি কমিয়ে দেয় এবং স্বাস্থ্য ভাল রাখে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি