শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশের সংগ্রহ ২৪০/৭


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০১৬

Bangladesh1-400x300
ডেস্ক রিপোর্টঃ

জয়ের প্রত্যাশা নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নেমে শুরুটাও ভালোভাবে করেছে তরুণ ক্রিকেটাররা।

এখন পর্যন্ত ৫০ ওভার শেষে বাংলাদেশের স্কোর : ২৪০/৭।

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী দিনে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ নামিবিয়া ও স্কটল্যান্ড।

শুরুতে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ গতকাল বলেছিলেন, ‘অবশ্যই আমাদের লক্ষ্য জয়। বিশ্বকাপের প্রথম ম্যাচ জিততে পারলে আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে। তাই জয়ের কোনো বিকল্প নেই। আমরা এতদিন ধরে যেভাবে প্রস্তুতি নিয়েছি, তাতে সবকিছু ঠিকঠাক থাকলে ভালো ফল পাওয়া যাবেই’।

গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি সিরিজ খেলেছে বাংলাদেশ। একটা ঘরের মাটিতে ও আরেকটি দক্ষিণ আফ্রিকায়। দুটি সিরিজেই মিরাজের দল পেয়েছে জয়ের মধুর স্বাদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি