শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পাকিস্তানে কোহলির সমর্থকের ১০ বছরের জেল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০১৬

20140308110436_Kohli-621x414-400x321

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের পতাকা উড়ানোর দায়ে ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির সেই পাকিস্তানি সমর্থকের ১০ বছরের জেল হয়েছে। গত ২৬ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়েছিল। সাজাপ্রাপ্ত উমর দরাজের বাড়ী পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে।

উমর দারাজ নামের ২২ বছর বয়সী সেই সমর্থকের অপরাধ ছিল নিজ বাসায় ভারতীয় পতাকা উত্তোলন করে কোহলির সমর্থন জানানো। পেশায় দর্জি এই তরুণকে দেশটির সেকশন ১২৩-এ শাস্তি প্রদান করা হয়। দেশের সার্বভৌমত্বের ক্ষতি করে এমন অপরাধে তাকে ১০ বছরের জেল দেওয়া হয়।

লাহোর থেকে ২০০ কিলোমিটার দূরে পাঞ্জাবের ওকারা জেলায় বাস করেন দারাজ। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতান্ত্রিক দিবসে এমন অপরাধ করায় দারাজকে গ্রেফতার করে পাকিস্তানি পুলিশ। মুহাম্মদ জামিল নামের পুলিশ কর্মকর্তা জানান, আমরা উমর দারাজের বাসায় যাই। আর তার ছাদে ভারতীয় পতাকা দেখতে পাই। আমরা দারাজকে গ্রেফতার করি এবং তার বিরুদ্ধে পাবলিক অর্ডার রক্ষণাবেক্ষণের ধারায় মামলা করি। একই দিন তাকে কোর্টে ও পুলিশ হাজতে নেওয়া হয়।

এদিকে কোহলির সমর্থক দারাজ জানান, ‘আমি কোহলির ভক্ত। আমি ভারতীয় দলকে সমর্থন করি শুধুমাত্র কোহলির জন্য। আর আমার ছাদের ওপর ভারতীয় পতাকা উড়িয়েছি শুধুমাত্র সেখানের ক্রিকেটারদের প্রতি ভালোবাসা থেকে। ভারতীয় পতাকা উড়ালে যে অপরাধ হবে এটি জানতাম না। আমি শুধুই একজন ভারতীয় সমর্থক, কোনো গোয়েন্দা নই।

পাকিস্তানি পুলিশ দারাজের ঘর থেকে ভারতীয় পতাকা ছাড়াও তার দেওয়ালে বেশ কয়েকটি কোহলির পোস্টার জব্দ করে। ভারতীয় প্রজাতান্ত্রিক দিবসে অস্ট্রেলিয়া ও ভারতের টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন এমন ঘটনা ঘটে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি