শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশ-ভারত লড়াইয়ে শুরু এশিয়া কাপ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০১৬

asia-cup-00

ডেস্ক রিপোর্ট :

এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ফাইনালসহ টুনামেন্টের সব ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

টুর্নামেন্ট শুরু ও ফাইনালের তারিখ বেশ কিছু দিন আগেই ঠিক হয়ে গেলেও আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয় বুধবার।

২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতের লড়াই দিয়ে শুরু এশিয়া কাপ। ২৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

৬ মার্চ ফাইনালের আগে একদিন বিরতি ছাড়া শুরু থেকে টানা প্রতি দিন একটি করে ম্যাচ হবে। এশিয়া কাপের ফাইনালে উঠতে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একবারে শেষ মুহূর্তে ভারতে যাবে বাংলাদেশ দল। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৯ মার্চ, নেদারল্যান্ডসের বিপক্ষে।

এশিয়ার টেস্ট খেলুড়ে চার দেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে এশিয়া কাপে অংশ নেবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।

মূল টুর্নামেন্টের আগে ১৯ ফেব্রুয়ারি থেকে বাছাইপর্বও হবে বাংলাদেশ। অংশ নেবে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।

এই প্রথম এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সংস্করণে। এ নিয়ে টানা তৃতীয়বার ও রেকর্ড ৫ বার এশিয়া কাপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কা স্বাগতিক ছিল ৪ বার, সংযুক্ত আরব আমিরাত ২ বার, ভারত ও পাকিস্তান আয়োজন করেছে ১ বার করে।

এশিয়া কাপের সূচি:

ফেব্রুয়ারি ২৪: বাংলাদেশ – ভারত

ফেব্রুয়ারি ২৫: শ্রীলঙ্কা – বাছাই পর্ব পেরিয়ে আসা দল

ফেব্রুয়ারি ২৬: বাংলাদেশ – বাছাই পর্ব পেরিয়ে আসা দল

ফেব্রুয়ারি ২৭: ভারত – পাকিস্তান

ফেব্রুয়ারি ২৮: বাংলাদেশ – শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২৯ : পাকিস্তান – বাছাই পর্ব পেরিয়ে আসা দল

মার্চ ১: ভারত – শ্রীলঙ্কা

মার্চ ২: বাংলাদেশ – পাকিস্তান

মার্চ ৩: ভারত – বাছাই পর্ব পেরিয়ে আসা দল

মার্চ ৪: পাকিস্তান – শ্রীলঙ্কা

মার্চ ৬: ফাইনাল



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি