মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সুন্দরবনকে মোবাইল নেটওয়ার্কে এনেও সম্ভব হচ্ছে না অপরাধ দমণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৬

telecom-tower-v2-1024x682-400x266
ডেস্ক রিপোর্টঃ

বনদস্যু নির্মূল করতে সুন্দরবনকে মোবাইল ফোন নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ কাজে আসছে না বলে জানিয়েছে বন বিভাগ। উল্টো এই নেটওয়ার্ক বনের স্পশর্কাতর জীববৈচিত্রের জন্য হুমকি হয়ে দেখা দিচ্ছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞেরা।

বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। হিংস্র জীবজন্তু থেকে শুরু করে বাহারি পাখির বাস এই বনে। কিন্তু বনদস্যুর আনাগোনায় বড় হুমকিতে পড়েছে সংরক্ষিত এই বনাঞ্চল। বেপরোয়া প্রাণী হত্যার পাশাপাশি খুন-জখম থেকে শুরু করে নানা অপরাধে জড়াচ্ছে তারা।

সে কারণেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়াতে সম্প্রতি বন এলাকাও এসেছে মোবাইল ফোন নেটওয়ার্কের আওতায়। কিন্তু এতে লাভের পরিবর্তে ক্ষতিই হচ্ছে বেশি বলে মনে করেন  বনকর্মকর্তারা।

বন সংরক্ষক অসিত চন্দ্র পাল বলেন, ‘ দূর থেকে বনদস্যুরা ফরেস্ট গার্ডের বোট দেখে সতর্ক হয়ে যাবে। তারা ফোনে বলে দেবে বা দিক দিয়ে বোট যাচ্ছে তোমরা ডান দিকে চলে যাও। সুতরাং সুন্দরবনে মোবাইল ফোনের প্রয়োজন আছে বলে আমি মনে করি না’।

আর বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল নেটওয়ার্ক দীর্ঘমেয়াদে সুন্দরবনের প্রাণীকূলের প্রজনন আর জীবনযাপন প্রণালিতে ফেলবে ক্ষতিকর প্রভাব।

মোবাইল ফোন রেডিয়েশন বিশেষজ্ঞ ড. এম কামরুজ্জামান বলেন, ‘মোবাইল ফোন রেডিয়েশনের কারণে পুরুষের বীজের পরিমাণ কমে যায় এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। এতে কোন সন্দেহ নাই। প্রাণি জগতের সিংহ বাঘ, ভাল্লুক, হরিণ যদি মোবাইল রেডিয়েশনের আওতায় এসে যায় এর একটা খারাপ প্রভাব পরবে। হঠাৎ করে প্রভাবটা দেখা যাবে না। ৫ থেকে ১০ বছর পরে এর প্রভাব দেখা যাবে’।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি