বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


গাইড থেকে প্রশ্ন : ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৬

board20161114145209
ডেস্ক রিপোর্টঃ

২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)  পরীক্ষার বাংলা ১মপত্রের প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে অযোগ্যতা, অবহেলা প্রদর্শনের কারণে চার শিক্ষকের বিরুদ্ধে নোটিশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

নোটিশে তাদেরকে পত্রপ্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

চার শিক্ষকের মধ্যে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল ওহাবের বিরুদ্ধে কেন বিভাগীয় কার্যক্রম গ্রহণ করা হবে না-’ নোটিশে তা উল্লেখ করা হয়েছে।

এছাড়া প্রশ্ন পরিশোধনকারী অপর তিন শিক্ষক হলেন- কুমিল্লা জিলা স্কুলের সহকারী শিক্ষক রিক্তা বড়ুয়া, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছিমা খানম ও নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামিম আক্তার।

আরেক অফিস আদেশে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল ওহাবকে আজ থেকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে খাগড়াছড়ির রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে পাঠানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার দুপুরে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ্য করা হয়, শিক্ষা বোর্ডের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বাজারে প্রকাশিত গাইড বই থেকে প্রশ্ন করায় এসব শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি