বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বেসরকারি মেডিকেলে ভাড়া করা চিকিৎসক-শিক্ষক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১১.২০১৬

doctor-220161115112300

ডেস্ক রিপোর্টঃ

বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে এখন ভাড়া করা চিকিৎসক এবং শিক্ষকও পাওয়া যাচ্ছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত প্রাইভেট মেডিকেল কলেজ স্থাপন নীতিমালা বাস্তবায়নে সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনার কারণে বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজ ও হাসপাতালে হঠাৎ করে শিক্ষক এবং চিকিৎসকের সংখ্যা বৃদ্ধির হিড়িক পড়েছে।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) একজন দায়িত্বশীল কর্মকর্তা জাগো নিউজকে জানান, সম্প্রতি তাদের একটি টিম ঢাকার অদূরে একটি বেসরকারি মেডিকেল কলেজ পরিদর্শনকালে সেখানে অধিকসংখ্যক চিকিৎসক এবং শিক্ষক দেখতে পান। এতে তাদের মনে সন্দেহ হয়। পরে চিকিৎসকদের গোপনে জেরা করে তারা জানতে পারেন তাদের মধ্যে কয়েকজনকে পরিদর্শন কমিটির সামনে হাজির ও কথাবার্তা বলার জন্য কয়েক হাজার টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে। কলেজের মালিক পরিচিত হওয়ায় তারা এখানে এসেছেন।

নাম প্রকাশ না করার শর্তে বিএমডিসির ওই কর্মকর্তা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে দেশে ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এগুলোর অধিকাংশই মেডিকেল কলেজ নীতিমালার ৫০ শতাংশ শর্তও মানছে না।

মালিকদের দৃষ্টিভঙ্গি দেখে মনে হয়, তাদের কাছে ভবিষ্যতের চিকিৎসক বানানো নয়, কলেজের নামে টাকা-পয়সা হাতিয়ে নেয়াই একমাত্র উদ্দেশ্য। এসব বেসরকারি মেডিকেল কলেজের মালিকদের সঙ্গে ক্ষমতাসীন দলের মন্ত্রী ও এমপিদের সখ্য থাকায় অনেক সময় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সম্ভব হয় না বলেও ওই কর্মকর্তা স্বীকার করেন।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন)  অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ জাগো নিউজকে বলেন, বেসরকারি মেডিকেলে চিকিৎসা শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে স্বাস্থ্য মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ গ্রহণ শুরু করেছে। নীতিমালার শর্ত পূরণ না করায় এরই মধ্যে রংপুরের নর্দান, গাজীপুরের সিটি, আশুলিয়ার নাইটিঙ্গেল ও আশিয়ান মেডিকেল কলেজে চলতি সেশনে শিক্ষার্থী ভর্তি বাতিল করা হয়েছে।

শুধু তাই নয়, যেসব মেডিকেলে অনুমোদিত আসনের অতিরিক্ত আসনে শিক্ষার্থী ভর্তি করেছে, তাদের টিউশন ফি’র দ্বিগুণ অর্থ গুনতে হবে বলে জানান তিনি।

ভাড়ায় চিকিৎসক ও শিক্ষক আনা প্রসঙ্গে জানতে চাইলে বিএমডিসির রেজিস্ট্রার ডা. জেড এইচ বসুনিয়া কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, আগে পরিদর্শনকালে হাসপাতালে রোগী ভাড়া করে নিয়ে আসার কথা শুনেছি, কিন্তু এখন শিক্ষক-চিকিৎসক ভাড়া করে আনার কথাও শুনতে হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি