শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বইমেলায় এল কবরীর ‘না বলা গল্প’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অর্ধ শতাব্দী আগে রুপালি জগতে পা রেখেই মিষ্টি নিজের তকমা পেয়ে যাওয়া কবরী নিজেই লিখলেন তার জীবনের না বলা গল্প; আর তা বইয়ের মোড়কে আনল বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেড- বিপিএল।

শনিবার একুশের বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে এই জীবনগাথার মোড়ক উন্মোচন হয়, আসরের মধ‌্যমনি হয়ে ছিলেন এখনও অনেকের স্বপ্নরানি কবরী, সেই ভুবনমোহিনী হাসি নিয়ে।

কোনো ঘোষণা ছাড়াই মন্ত্রী রাশেদ খান মেননের এই অনুষ্ঠানে উপস্থিতি কবরীর জনপ্রিয়তাই আবার নতুন করে জানান দেয়।

“কবরী সম্পর্কে কী বলবো, কবরী আমাদের সময়কার হার্টথ্রব। তার সেই স্মৃতি এখনও আমাদের মধ্যে,” বলেন ষাটের দশকের ছাত্রনেতা ডাকসুর ভিপি মেনন।

মেনন যখন রাজপথ দাপিয়ে বেড়াচ্ছেন, তখন রুপালি পর্দায় কাঁপাচ্ছিলেন এই কবরী, যার হাত ধরে অভিষেক ঘটে ওই সময়ের প্রায় সব তারকা অভিনেতার।

নিজের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে কবরী বলেন, “আমি নতুন করে কী বলবো? আপনারা তো আমার মনের কথা জানেন। আমি জানি, আমার দর্শক, শ্রোতা, যারা আমাকে ভালোবাসেন, তারা আমার মনের কথা জানেন।”

“আমি আপনাদের পাশেই ছিলাম। আগামীতেও থাকব,” বলে নিজের বইটি সবাইকে কেনার আহ্বান জানান তিনি।

“বই না পড়লে কিছুই জানা যায় না। বই আপনাকে অনেক সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাবে। বই আপনার সময় কাটাবে। দুঃখমোচন করবে। অনেক কিছু শেখাবে।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি