শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


“চলছে কুমিল্লা কলেজ থিয়েটার এর দু দিন ব্যাপী মুকাভিনয় কর্মশালা”


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০১৭

“চলছে কুমিল্লা কলেজ থিয়েটার এর দু দিন ব্যাপী মুকাভিনয় কর্মশালা”
পূর্বাশা ডেস্ক: কুমিল্লা সরকারি কলেজের সাংস্কৃতিক সংগঠন কুমিল্লা কলেজ থিয়েটার আয়োজন করেন ২দিন ব্যাপী মুকাভিনয় কর্মশালা। গতকাল শনিবার শেষ হয় এই কর্মশালা। প্রথমে প্রশিক্ষক কে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের প্রতিষ্ঠাকালিন সভাপতি আনোয়ারুল হক, বর্তমান সভাপতি এএইচএম শফিউল্লা, সহ সভাপতি কামরুল ইসলাম রাশেদ সাধাঃসম্পাঃ মাজহারুল ইসলাম সুজন, যুগ্ম সাধাঃসম্পাঃ শিপু আক্তার, অপু সহ কার্যকরী কমিটির সদস্য নন্দন,আশিক, রনি,নাজমুল, সদস্য রবিন, জয়,বিন্তি,আনিকা,আয়শা,ইমন,আয়াতুল্লাহ, তমাল, সসালমান প্রমুখ। সংগঠনের নাট্যপ্রশিক্ষন বিষয়ক সম্পাদক আশিক পায়েল জানান ” দীর্ঘদিন কুমিল্লায় মুকাভিনয় এর কোন কর্মশালা হচ্ছে না তাই আমরা মুকাভিনয় সম্পর্কে জানা ও শিখা থেকে অনেক পিছিয়ে আছি। মঞ্চ অভিনেতাদের জন্যে মুকাভিনয় জানাটা একটি মুখ্য বিষয়। এই কর্মশালার মাধ্যমে আমাদের নাট্যকর্মীরা অভিনয়ের অনেক অজানাকে জানতে পারবে। জানার সুযোগ করে দেওয়ার জন্যে ধন্যবাদ সহ সভাপতি রাশেদ ভাইকে। কুমিল্লার প্রত্যেকটি সংগঠনের প্রয়োজন এমন কিছু কর্মশালার আয়োজন করার। দুই দিন ব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন মাইম আর্ট এর সাধারন সম্পাদক এম এসএ টুটুল। সমাপনী দিনে কর্মশালায় বক্তব্য রাখেন কুমিল্লা কলেজ থিয়েটার এর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধাঃসম্পাঃ ও বর্তমান সহ সভাপতি কামরুল ইসলাম রাশেদ, প্রতিষ্ঠাতা সদস্য রাহান উদ্দিন রায়হান

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি