শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলা উচ্চারণ বিশারদ ও গবেষক অধ্যাপক নরেন বিশ্বাস-এর বিংশতম প্রয়াণ দিবস ২৭ নভেম্বর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৮

ডেক্স রিপোর্ট:

বাংলা উচ্চারণ বিশারদ ও গবেষক বাক্শিল্পাচার্য অধ্যাপক নরেন বিশ্বাস-এর বিংশতম প্রয়াণ দিবস ২৭ নভেম্বর। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, শাহবাগ, আলোচনা, সংগীত ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে কণ্ঠশীলন।

অধ্যাপক নরেন বিশ্বাসের জীবন-কর্ম নিয়ে আলোচনা করবেন তাঁর সহকর্মী, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. রফিক উল্লাহ খান। সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পী বুলবুল ইসলাম। বাক্শিল্পীর স্বকণ্ঠে ধারণকৃত আবৃত্তিসহ দেশের বরেণ্য আবৃত্তিশিল্পীরা আবৃত্তি করবেন ।

সংস্কৃতিমনস্ক বিশেষ করে আবৃত্তিকর্মে যুক্ত সকলকে, কণ্ঠশীলন পরিবারের সকল সদস্য এবং নরেন বিশ্বাসের সকল অনুরাগীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি