শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিল্প সাহিত্য » কুমিল্লা কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিবিম্ব থিয়েটারের আয়োজনে একক অভিনিত নাটক কোন গৃহবধূ মঞ্চস্থ


কুমিল্লা কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিবিম্ব থিয়েটারের আয়োজনে একক অভিনিত নাটক কোন গৃহবধূ মঞ্চস্থ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৯


স্টাফ রিপোর্টারঃ

গত সোমবার রাতে কুমিল্লা নগরের কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে নাটক কোন গৃহবধূ।

প্রতিবিম্ব থিয়েটারের আয়োজনে একক অভিনিত নাটকটিতে অভিনয় করেছেন ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত নাট্যাভিনেত্রী দীপান্বিতা বণিক দাস। নাটকটিতে পুরুষশাসিত সমাজে একজন গৃহবধূ ও নারীর পরাধীনতা এবং বঞ্চনাকে ফুটিয়ে তোলা হয়েছে। কিভাবে একজন নারীর ইচ্ছা শক্তির ধীরে ধীরে মৃত্যু ঘটে সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে নাটকটিতে। স্বামীর উদাসীনতা ও শাশুড়ির অযাচিত শাসন কিভাবে একটি স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় এবং সন্তান নেয়ার ক্ষেত্রে নারীদের সিদ্ধান্তের অবহেলার বিষয়টিও উঠে এসেছে। একটি নববধূর দাম্পত্য জীবনের অর্থ যে শুধু সহবাস নয় সেটিও তুলে ধরেছেন অভিনেত্রী দীপান্বিতা বণিক দাস। পিন পতন নিরবতায় নাটকটি মনোযোগ দিয়ে দেখেন উপস্থিত দর্শকেরা।

নাটকটি শুরুর অাগে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পশ্চিম বঙ্গের বিশিষ্ট্য নাট্যাভিনেতা ও নাট্য প্রশিক্ষক অাশিস দাস, প্রতিবিম্ব থিয়েটারের সভাপতি শাহজাহান চৌধুরী, সহসভাপতি মাহফুজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা মন্টু, ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম জীবন, বর্তমান সভাপতি রিপন চৌধুরী অাপনসহ কুমিল্লা কলেজ থিয়েটার এবং বিভিন্ন নাট্য সংগঠনের নেতৃবৃন্দ। এর অাগে সন্ধ্যায় প্রতিবিম্ব থিয়েটারের অায়োজনে পোঠাভোগ ও অাড্ডা অনুষ্ঠিত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি