বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » সাকিব কিংবা উইলিয়ামকে নয় হায়দরাবাদরে একাদশে নবিকে চান


সাকিব কিংবা উইলিয়ামকে নয় হায়দরাবাদরে একাদশে নবিকে চান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

চলমান আইপিএলে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়িয়ে ভালোই শুরু করেছিলো সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু শেষ তিন ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় নিচের দিকে পরে গেছে। এদিকে এক ম্যাচ খেলিয়ে ডাগ আউটে বসিয়ে রেখেছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। আজ রাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে নামবে হায়দরাবাদ।

এই ম্যাচের একাদশে সাকিব কিংবা কেন উইলিয়ামসনকে চান না বরং আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে চান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

দলে ফিরে ব্যাট হাতে রান পাননি উইলিয়ামসন। দলের কম্বিনেশনের কারণে একাদশে জায়গা হচ্ছেন না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ফর্মে রয়েছেন হায়দরাবাদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো। লেগ স্পিনার রাশিদ খান দলের অন্যতম সদস্য। চেন্নাইকে থামাতে দলের চতুর্থ বিদেশি ক্রিকেটার হিসেবে হায়দরাবাদ দলে নবিকে চাইছেন ভন।

ক্রিকবাজ লাইভে ভন বলেছেন, ‘উইলিয়ামসন, সে দলের অধিনায়ক তাকে দলে রাখতে হবে। উদ্বোধনী জুটি খেলতে হবে তাদের, যেহেতু এই বছর তাদের ইতিবাচক দিক এটি। রাশিদ খানকে দলে রাখতেই হবে। মোহাম্মদ নবির দুর্ভাগ্য, আপনি সাকিব আল হাসানকে পরখ করে দেখতেই পারছেন না। কিন্তু আমার মনে হয় মোহাম্মদ নবি অনেক চতুর একজন বোলার এবং ক্রিকেটারও বটে।

তিনি আরো বলেন, ‘এই ধরণের উইকেটে নবির মতো ক্রিকেটার খুবই গুরুত্বপূর্ণ। যদি হায়দরাবাদ জেতার জন্য মরিয়া হয়ে থাকে তাহলে আমি কেন উইলিয়ামসনকে বসিয়ে নবিকে একাদশে অন্তর্ভুক্ত করব। এই ম্যাচের জন্য হায়দরাবাদের সেরা এগারোতে নবি, রাশিদ এবং দুই ওপেনারকে রাখা প্রয়োজন, আমি মনে করি।’

দলে জায়গা পেয়ে নিজের সামর্থ্য দেখিয়েছেন নবি। এখন অবধি চারটি ম্যাচ খেলেছেন নবি। বল হাতে নিয়েছেন সাতটি উইকেট।

দলের জয়ে অবদান রেখেছেন বড় অবদান। কিন্তু ইনজুরি থেকে ফিরে উইলিয়ামসনের দলে ফেরা নবির জন্য দুর্ভাগ্য হয়ে দাঁড়িয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি