শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


জাতীয় টেলিভিশন বিতর্কে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ দেশ সেরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০২০

স্টাফ রিপোর্টারঃ

বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ। শনিবার (১৪ মার্চ) টেলিভিশন ভবন (বিটিভি) অডিটোরিয়ামে ২৩ তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

“দুর্বল রাষ্ট্রগুলোর স্বার্থ রক্ষায় জাতিসংঘ ব্যর্থ” শিরোনামে বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বনাম ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হল অংশ গ্রহণ করে। ভিসিডিএসের বিতার্কিকরা হলেন,প্রথম বক্তা সাইফুল ইসলাম, দ্বিতীয় বক্তা ফারজানা নিশাত ও দলনেতার দায়িত্ব পালন করেন আনোয়ারুল আজিম।

অনুভূতি জানতে চাইলে দলনেতা ও ভিসিডিএস সভাপতি আনোয়ারুল আজিম বলেন, আমাদের টিম ওয়ার্ক খুবই ভালো ছিলো। দুই দশকের ঐতিহ্যবাহী সংগঠন ভিসিডিএস। আমাদের সবেক, বর্তমান সদস্যসহ শিক্ষকদের দোয়া, ভালোবাসার ও পৃষ্ঠপোষকতার কারণে এ অর্জনের ধারা অব্যাহত রাখা সম্ভব হয়েছে। ভিসিডিএস সব সময়ই ভালো কিছুর চেষ্টা করে।আশা রাখি নতুন প্রজন্মের বিতার্কিক যারা আছেন, আগামীদিনে তারা আরও ভালো করবে।

এর আগে ধারাবাহিক ভাবে তিনবার ভিসিডিএস জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে। এ ছাড়াও জাতীয় ও স্থানীয় ভাবে সকল বিতর্কে সুনামের সাথে নেতৃত্ব দিয়ে আসছে ভিসিডিএস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি