বুধবার,১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


খাবারের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে বলাৎকার


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৪.২০২১


ডেস্ক রিপোর্টঃ

সাতক্ষীরা কলারোয়ায় পাঁচ বছরের এক শিশুকে বলৎকারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) বেলা ১২টার দিকে ভুক্তভোগী শিশুর দাদা কলারোয়া থানায় মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে ১৭ বছরের এক কিশোরকে। ওই কিশোরের বাড়ি একই এলাকায়। নির্যাতনের শিকার শিশু সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (০৯ এপ্রিল) ওই ঘটনা ঘটে।

শিশুর দাদা জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে খাবারের লোভ দেখিয়ে ঐ শিশুকে একটি স্কুলের শ্রেণিকক্ষে নিয়ে বলাৎকার করে প্রতিবেশীর কিশোর ছেলেটি। শিশুটি বাড়ি ফিরে আসলে ব্যাপক রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়ে। পরে তার কাছ থেকে ঘটনাটি জানতে পেরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেয় পরিবার। শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে শিশুটি।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার নির্যাতিত শিশুর দাদা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত করছে। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি