“রাতির যাত্রী “
–আরিফ আজগর
ভুল কি আমার একার ছিল, ভুল কি তুমি করোনি?
এক পা যদি আমার সরা, দুই পা তুমি সরোনি?
যখন আমার মনের কোনে, বাড়তো ঝড়ের মাত্রা,
তোমারও সেই ঝড়ের সঙ্গে, কম কি ছিল যাত্রা?
ঘুমের ঘোরে চমকে উঠে, কাঁপতো বুকের পাশটা,
দুঃস্বপ্নের করাল ঘা’ তে থামতে চাইতো শ্বাসটা!
বলতে পারো স্বপ্নটা কি? কি ছিল তার মর্মে?
যা ছিল তা কোনো কালেই, ছিল না প্রেম-ধর্মে।
তবুও সেই স্বপ্নে ভীষণ, পার করেছি রাত্রি,
সেই থেকে আজ-অব্দি, আমি রাতির যাত্রী!
আকাশ দেখার নামটি করে, অন্যকিছু খুঁজতে!
দেরিই হলো বরং তোমার, সব অভিনয় বুঝতে,
যখন তোমার কাজল চোখে ঝরতো অঝোর বৃষ্টি,
এক দুটো নয় মাথায় আমার, আকাশ ভাঙতো ত্রিশটি!
জানো কেন? কিসের তরে? এতোই ভাঙার খেলা,
অশ্রুজলের হ্রদেও ছিল, আমায় অবহেলা!
কপাল থেকে কালো টিপটি, সরলে একটু আড়ে,
মনে পড়ে? গুঁছিয়ে দেওয়ার ভারটা আমার ঘাড়ে,
যখন টিপে ছন্দ দিতে তোমার সামনে দাঁড়িয়ে,
বলতে আড়ে কি আসে যায়, দাওনি আমায় তাড়িয়ে?
ভুলে গেছো হয়তো সকল, আমি ভুলে থাকিনি,
তবুও তোমার সেই “রাখিটা” যত্নে বেঁধে রাখিনি?
আজ কেন পুরনো রশি, টানতে এলে সজোরে?
হিসেবটা কি পাল্টে যাবে? চাইলে তীক্ষ্ণ নজরে?
তোমার পথে হইনি কাঁটা, দেইনি বাধা মোটে ,
নিজের রুহু নিজেই গিলি, বিরহ ব্যথার চোটে।
এখন তবে যাও ফিরে যাও, আর কখনো এসো না,
ঘৃণা করো, অনুরোধ এই – কষ্ট দেখে হেসো না,
সবকিছুই সইতে পারি, এটাই কেবল রইলো বাদ,
তোমার বিরহে মিটে গেছে, সুখের সব আহ্লাদ।