বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


কুবিতে অন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পর্দা নামলো


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০২.২০২৩

আতিকুর রহমান তনয়, কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘অন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স (সিসিডিএ)-এর যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানটিতে মোট পাঁচটি ধরণে মোট ২৭ জন প্রতিযোগী ছিলেন। যার মধ্যে আধুনিক গানের ৭ জন, লোকগানের ৭ জন, আবৃত্তিতে ৮ জন, নৃত্যে ৫ জন। এবং ২টি নাটিকা ছিলো। প্রতিযোগিতায় আধুনিক গানে বিজয়ী হয়েছেন কে. এম. ইশতিয়াক রহমান, লোকগীতিতে বিজয়ী ঐশি ভৌমিক, কবিতা আবৃত্তি রুবাইয়াত তাজবীন, নৃত্যে বিজয়ী হয়েছেন রুমা রাণী দেব এবং নাটিকায় বিজয়ী হয়েছে চিত্রাঙ্গদা। অনুষ্ঠানে ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে ও সাফায়েত সিফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. এফ এম আবদুল মঈন। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মো. হুমায়ুন কবির, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন. এম. রবিউল আউয়াল চৌধূরী, ছাত্র ও পরামর্শক দপ্তরের পরিচালক ড. মো. হাবিবুর রহমান এবং সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স (সিসিডিএ)-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স (সিসিডিএ)-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, গত তিনবছর ধরেই আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত আছি এবং আগামীতেও থাকবো।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য ড. মো. হুমায়ুন কবির বলেন, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য স্কিল, গুণ অর্জনের আগ্রহ জন্মাবে। আর এই আগ্রহ শিক্ষার্থীদের সামনে যে চ্যালেঞ্জিং বিশ্ব আসছে সেটাতে টিকে থাকতে সহযোগিতা করবে। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এফ এন আবদুল মঈন বলেন, শিক্ষার্থীদের এই সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গর্ব। এই সাংস্কৃতিক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের যে ভিশন আছে সেটিকে অর্জনে ভূমিকা রাখবে।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি