মঙ্গলবার,৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিমলের বাড়িতে এমপি রাজী ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৫.২০২৩

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বারে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নিতে শুক্রবার বিকেলে ফতেহাবাদ ইউনিয়নের চাঁদপুরে যান স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল।

এইসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার ওসি (তদন্ত) খাদিমুল বাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানি, জেলা পরিষদ সদস্য ভিপি বাবলু হোসেন রাজু ,প্রভাষক সাইফুল ইসলাম শামীম,
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী কাইয়ুম ভূঁইয়া, দেবিদ্বার পূজা উদযাপন কমিটির সভাপতি জীবন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মানিক চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, জেলা ছাএলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক,উপজেলা ছাত্রলীগ সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো সাদ্দাম হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ কৃষক লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার (২০মে) বিকেলে ফতেবাদ ইউনিয়নের চানপুর গ্রামের পরিমল দাসের বাড়িঘর ভাঙচুর করে উপজেলার চেয়ারম্যানের অনুসারী স্থানীয় ইউপি চেয়ারম্যানের ছোট ভাই আক্তারের নেতৃত্বে অর্ধশত দুর্বৃত্ত। এইসময় একটি টিনের আধপাকা ঘর ও ঘরের মধ্যে থাকা টিভি, স্যোকেস, ফার্ণিচার ভাঙচুরসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছ।

সংখ্যালঘু পরিবারের সদস্য পরিমল দাস বলেন,’আমি এমনেতেই সংখ্যালঘু মানুষ। আমাকে যেখানে পাবে হত্যা করবে বলে গেছে কামরুজ্জামান মাসুদ চেয়ারম্যানের ভাই ও সমর্থকরা। আমি এই দেশে জীবিত থাকতে পারবো কি-না জানি না। আমি আতঙ্কের সাথে আছি।

গত বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে পরিমল সরকার বাদী হয়ে কুমিল্লা আদালতের দ্রুত বিচার ট্রাইবুনালে প্রতিমা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদসহ ১০ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের ছোট ভাই আক্তারুজ্জামান (৪০), ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ (৫০), কাজী বিল্লাল (৩২), কাজী হেলাল(৩০), জয়দল হোসেন (৩৮), শাহিন ইসলাম (২৫), জহিরুল ইসলাম (৪৫), দিদারুল আলম ফয়েজ (২৬), গাফফার (৩৫), মামুন (২৬)।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি