বুধবার,১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


ঋতুরাণী শরতে শুভ্রতা ছড়াচ্ছে কাশফুল


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৯.২০২৩

ডেস্ক রিপোর্ট:

রংপুরে আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা। সেই সাথে ঋতুরাণী শরতে শুভ্রতা ছড়াচ্ছে কাশফুল। আগের মত কাশফুল দেখা না গেলেও ঘাঘট নদ-তিস্তা নদীর তীরে এখনও প্রচুর পরিমাণে কাশফুল সৌন্দর্য পিপাসুদের তৃষ্ণা মিটাচ্ছে।

বিশেষ করে চরাঞ্চলে মুগ্ধতা ছড়াচ্ছে এই কাশফুলে। কাশফুলের সৌন্দর্য দেখতে অনেকেই নদী পাড়ে কিংবা চরে আসছেন।

বাংলা বর্ষ পঞ্জিকা মতে এখন শরত ঋতু। ভাদ্র ও আশ্বিন মাসকে ঘিরে শরতকে সাধারণত ঋতুর রাণী বলা হয়। ভাদ্রের ১৭ দিন আজ শুক্রবার। এই ঋতুতে কাশফুল, মেঘমুক্ত নীল আকাশ আর ফসলের মাঠ সবুজে সবুজে ভরে যায়।

প্রতিবছর এমনটা হলেও এবার কিছুটা ব্যতিক্রম দেখা দিয়েছে। এই অঞ্চলে বন্যার রেশ কাটতে না কাটতেই অনেকস্থানে আবার বৃষ্টি এবং গরম দুটোই শুরু হয়েছে। শরতকালে এমনটা হওয়ার কথা না থাকলেও এমনটাই হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি