ডেস্ক রিপোর্ট:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘তারেক রহমানকে বিএনপির অনেকেই পছন্দ করছেন না। তাই তারা বিএনপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে আসছেন।’
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারেক রহমান আর কোনো দিন রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে দেশ ছেড়েছেন। এখন সেখানে গিয়ে বিএনপির কথিত চেয়ারম্যান নানা ধরনের বিবৃতি দিচ্ছেন।’
আগামী ২৯-৩০ নভেম্বর সরকার পতন হবে—এমনটাই বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই ধরনের কোনো আশঙ্কা নেই। বিএনপির কঠোর আন্দোলন কী তা আমাদের জানা নাই। যত আন্দোলন করুক দেশের মানুষ তাদের ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ করে না।’
আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘অনেকেই নির্বাচনে আসার জন্য প্রস্তুত হয়েছেন। সারা দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে। নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।’