মঙ্গলবার,৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » সাতপাকে বাঁধা পড়লেন ‘কাভি খুশি কাভি গাম’ ছবির সেই ছোট্ট পূজা


সাতপাকে বাঁধা পড়লেন ‘কাভি খুশি কাভি গাম’ ছবির সেই ছোট্ট পূজা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০২৩

বিনোদন ডেস্ক:

সাতপাকে বাঁধা পড়লেন ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় কারিনা কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করা সেই মালবিকা রাজ। পাত্র প্রণব বাগ্গা, একজন ব্যবসায়ী। ভারতের গোয়াতে জমকালো আয়োজনে তারা বিয়ে করেন। ওয়েস্টিন গোয়াতে হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান।

বৃহস্পতিবার সোশ্যালে বিয়ের ছবি শেয়ার করে মালবিকা রাজ লেখেন, ‘আমাদের হৃদয় ভালবাসা এবং কৃতজ্ঞতায় পূর্ণ’। জীবনের এই বিশেষ দিনে মালবিকা সোনালি এমব্রয়ডারি করা লেহেঙ্গা পরেছিলেন। সঙ্গে পরেছিলেন ভারি মানানসই সোনার গয়না।

ছবিতে মালবিকা ও প্রণবকে একে অপরের পাশে দাঁড়িয়ে আনন্দে বিভোর হতে দেখা যাচ্ছে। এছাড়াও দুজনকে রোমান্টিক পোজে দেখা যাচ্ছে, একে অপরের চোখে হারিয়েছেন তারা। চলতি বছরের আগস্টেই প্রণবের সঙ্গে নিজের বাগদান সেরেছিলেন মালবিকা। তুরস্কে হয়েছিল তাদের বাগদান অনুষ্ঠান।

প্রসঙ্গত, ‘কাভি খুশি কাভি গাম’ ছবিতে কারিনার ছোটবেলার চরিত্রে অভিনয় করেন মালবিকা রাজ, সেখানে তার নাম ছিল ‘পূজা’। এছাড়াও মালবিকা অ্যাকশন ফিল্ম ‘স্কোয়াড’এ অভিনয় করেছেন। সেখানে অভিনেতা ড্যানি ডেনজংপার ছেলে রিনজিন ডেনজংপাও-এর সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি