বিনোদন ডেস্ক:
কপিল শর্মা এবং সুনীল গ্রোভার বলিউডে কৌতুকাভিনেতা হিসেবে পরিচিত। তাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। তৃতীয় ব্যক্তির কারণে তাদের মধ্যে বন্ধুত্বের ভাঙনের কথা জানাজানি হয়। কথা বলা বন্ধ করে দেন দুজনে।
প্রায় ছয় বছর মুখ দেখাদেখি ছিল না তাদের। এবার সেই ঝামেলা মিটিয়ে নিলেন তারা। সুনীলের সঙ্গে ছয় বছর ধরে চলে আসা ঝগড়ার অবসান হলো কপিলের।
কমেডির কারণেই ফের এক হচ্ছেন কৌতুকাভিনেতা কপিল শর্মা এবং সুনীল গ্রোভার। নেটফ্লিক্সের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে সুনীল ও কপিল ফের একত্রিত হচ্ছেন। কপিল শর্মা সম্প্রতি বিবৃতিতে বলেন, ‘ঘর বদলা হ্যায়, পরিবার নয়।’
এ শোয়ে কপিলকে দেখা যাবে পুরানো টিমের সঙ্গে নিয়ে। অর্চনা পুরান সিং, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা এবং রাজীব ঠাকুরেরা সবাই আছেন এ শোতে। এবার ফের ঝামেলা মিটিয়ে এক হচ্ছেন কপিল-সুনীল। সঙ্গে রয়েছে কপিল শর্মার গোটা পরিবার। যদিও শোটি ঠিক কবে থেকে সম্প্রচারিত হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তারিখ জানা যায়নি।