বৃহস্পতিবার,৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ডামি নির্বাচন ও ডামি সংসদ বাতিল করতে জাতীয় সমাজতান্ত্রিক দলের মানববন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০২.২০২৪

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী জনগণ এক হও এই আহবানে ডামি নির্বাচন ও ডামি সংসদ বাতিল করতে মানব বন্ধন করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুমিল্লা প্রেস ক্লাব সামনে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কমিটির জনসংখ্যা বিষয়ক সম্পাদক শিরীন আক্তার বলেন, অবিলম্বে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে হবে।ডামি নির্বাচন ও ডামি সংসদ বাতিল করতে হবে।

তিনি আরও বলেন,ঔপনিবেশিক ব্যবস্থার অবসান,সংবিধান সংশোধন রাষ্ট্রকাঠামোর ও অংশীদায়িত্বের গণতন্ত্র কায়েমের লক্ষ্যে সরকারের পদত্যাগ, ডামি সংসদ বাতিল ও জাতীয় সরকার গঠন করতে হবে। এবং দ্বিতীয় মুক্তিযুদ্ধের আহবান করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।

উক্ত মানববন্ধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও কুমিল্লা মহানগর কমিটির আহ্বায়ক শিরিন আক্তার, জেএসডি যুব পরিষদের কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল সরকার শ্যাম, শ্রমিক নেতা আব্দুস সোবান, কমিটির সদস্য মোঃ আলম, সভাপতিত্ব করেন মনির হোসেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি