কুমিল্লায় শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী জনগণ এক হও এই আহবানে ডামি নির্বাচন ও ডামি সংসদ বাতিল করতে মানব বন্ধন করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুমিল্লা প্রেস ক্লাব সামনে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কমিটির জনসংখ্যা বিষয়ক সম্পাদক শিরীন আক্তার বলেন, অবিলম্বে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে হবে।ডামি নির্বাচন ও ডামি সংসদ বাতিল করতে হবে।
তিনি আরও বলেন,ঔপনিবেশিক ব্যবস্থার অবসান,সংবিধান সংশোধন রাষ্ট্রকাঠামোর ও অংশীদায়িত্বের গণতন্ত্র কায়েমের লক্ষ্যে সরকারের পদত্যাগ, ডামি সংসদ বাতিল ও জাতীয় সরকার গঠন করতে হবে। এবং দ্বিতীয় মুক্তিযুদ্ধের আহবান করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।
উক্ত মানববন্ধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও কুমিল্লা মহানগর কমিটির আহ্বায়ক শিরিন আক্তার, জেএসডি যুব পরিষদের কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল সরকার শ্যাম, শ্রমিক নেতা আব্দুস সোবান, কমিটির সদস্য মোঃ আলম, সভাপতিত্ব করেন মনির হোসেন।