বৃহস্পতিবার,১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় পানিতে ডুবে ২ শিশুসহ চারজনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০২৪


স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ২৪ ঘণ্টায় পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে, এর মধ্যে দুই শিশু। সোমবার (২৬ আগস্ট) দুপুর থেকে রাত পর্যন্ত বুড়িচং, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলায় এই দুর্ঘটনাগুলো ঘটে।

বুড়িচং উপজেলার সদর ও পশ্চিমসিংহ এলাকায় দুপুরের দিকে হাসিবুল (১০) এবং ইব্রাহিম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়। বিকেলে নাঙ্গলকোট উপজেলার গোরক মুড়া এলাকায় সেরাজুলের মৃত্যু ঘটে, আর সন্ধ্যায় মনোহরগঞ্জের মির্জাপুর এলাকায় আরেকজনের মৃত্যু হয়।

এই চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা। গত দুই দিনে কুমিল্লায় পানিতে ডুবে আটজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে চারজন শিশু।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি