বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


শশীদল সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৯.২০২৪

শশীদল সীমান্তে

শশীদল সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশী আটক

হাবিবুর রহমান মুন্নাঃ

কুমিল্লার শশীদল সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৪ জন বাংলাদেশীকে আটক করেছে বিজিবি

শনিবার (২৮ সেপ্টেম্বর ) বেলা পৌণে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ শশীদল বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে নারায়নপুর নামক স্থানে মানব চোরাচালানকারী সদস্য মোঃ আপন মিয়াকে (২২) আটক করে।

আটক হওয়া আপন মিয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়নপুর গ্রামের মোঃ ফয়েজ আহম্মেদের ছেলে। এসময় তার সহায়তায় অবৈধভাবে অনুপ্রবেশকারী আরও ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জয়তুন মিয়ার ছেলে মো: বজলুল আমিন (২০), একই উপজেলার মোঃ আব্দুল মান্নানের ছেলে মোঃ মামুন মিয়া (১৯) এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার নারায়নপুর গ্রামের মোঃ মনির মিয়ার ছেলে মোঃ তারিকুল ইসলাম (২২)।

আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, মানব চোরাচালানকারীর সদস্য মোঃ আপন মিয়ার সহায়তায় উল্লিখিত ৩ জন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। উক্ত ব্যক্তিদের নিকট হতে তাদের ব্যবহৃত ৪টি এ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে: কর্ণের এ এম জাবের বিন জব্বার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তাদেরকে ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি