পোশাকের কারণে সমালোচিত ঐশ্বরিয়া, কৃতি ও অনন্যা
আবুধাবিতে জমকালো উৎসব শেষে বলিউডের তারকারা ফিরেছেন। সেই উৎসবে উপস্থিত ছিলেন বলিউডের শীর্ষস্থানীয় থেকে নবাগত তারকারা। শাহরুখ খান থেকে শুরু করে জাহ্নবী কাপুরের মতো অভিনেতা-অভিনেত্রীরা আলোকোজ্জ্বল মঞ্চে ফ্যাশনের প্রদর্শনী করেছেন।
তবে, অনেক তারকাই তাদের পরিচিত ঢংয়ে ধরা দেননি। ঐশ্বরিয়া রাই বচ্চন, কৃতি শ্যানন, অনন্যা পান্ডে এবং উর্বশী রাউতেলার পোশাক নিয়ে সমালোচকদের কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে।
ঐশ্বরিয়া রাই বচ্চন সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে তার মেয়েকে সঙ্গে নিয়ে হাজির হচ্ছেন, যা নিয়ে আলোচনার ঝড় উঠেছে। প্যারিসে তার রক্ত-লাল গাউন বেশ প্রশংসিত হলেও আবুধাবিতে কালো স্যুট ও লম্বা ঝুলের জ্যাকেট পরিহিত ঐশ্বরিয়াকে সমালোচনার শিকার হতে হয়েছে। সমালোচকদের মতে, ঐশ্বরিয়ার পোশাক ছিল একঘেয়ে ও অতিরিক্ত কালো।
অন্যদিকে, জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃতি শ্যানন এবারও ফ্যাশনের নজর কেড়েছেন, তবে ভিন্নভাবে। তিনি প্রথম দিনে ফিশনেট গাউন পরেছিলেন, যার গলার কাটাটি ছিল খুবই খোলামেলা। ফ্যাশন সমালোচকরা এটিকে শরীর প্রদর্শনের অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন এবং ‘সস্তা মানসিকতা’ বলে কটাক্ষ করেছেন।
অনন্যা পান্ডের লাল রঙের মিনি ড্রেস দূর থেকে নজর কাড়লেও সমালোচকরা এটিকে প্রশংসার চোখে দেখেননি। উরুর মাঝামাঝি উচ্চতার এই পোশাকটির সঙ্গে লাল টাইটস ও স্টিলেটো পরিহিত অনন্যাকে দেখে কেউ কেউ তাঁকে ‘চলন্ত করোনা ভাইরাস’ বলে বিদ্রূপ করেছেন।
উর্বশী রাউতেলার পোশাক নিয়েও সমালোচনা কম হয়নি। দুদিনের অনুষ্ঠানে উর্বশীর পোশাকের চেহারা দেখে সমালোচকরা তাঁর তুলনা করেছেন হলিউডের অ্যাঞ্জেলিনা জোলির ম্যালেফিসিয়েন্ট চরিত্রের সঙ্গে, যা খলনায়িকার চরিত্রে পরিচিত।