সোমবার,১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


বিজয়া দশমীতে লাল শাড়ির মোহনীয়তায় ঝলমলে হয়ে উঠুন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১০.২০২৪

বিজয়া দশমীতেবিজয়া দশমীতে লাল শাড়ির মোহনীয়তায় ঝলমলে হয়ে উঠুন

লাইফ স্টাইল ডেস্ক:

বিজয়া দশমী উপলক্ষে, হিন্দু ধর্মাবলম্বী নারীরা লাল-সাদা শাড়িতে সেজে ওঠেন। যদিও দুর্গাপূজার শুরু থেকেই এই রঙের প্রাধান্য দেখা যায়, বিজয়া দশমীতে একটুখানি ভিন্নতা আনতে চাইলে একরঙা লাল শাড়ি পরা যেতে পারে। এতে ভিড়ের মাঝেও আপনাকে আলাদাভাবে দেখা যাবে। চলুন জেনে নেই, কীভাবে সাজ-পোশাকে সবার নজর কাড়বেন এই দশমীতে:

লাল শাড়িতে নজর কাড়ার কিছু টিপস:

  • শাড়ির ডিজাইনে ভিন্নতা আনুন: লাল-সাদা শাড়ি পরলেও চেষ্টা করুন যেন শাড়ির ডিজাইন অন্যদের থেকে আলাদা হয়। দামি শাড়ি না হলেও, সাধারণ শাড়িতেও নিজেকে সুন্দর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা সম্ভব।
  • এক রঙা শাড়ি এবং ব্লাউজ: একরঙা লাল শাড়ির সঙ্গে অভিনেত্রী কৌশানি মুখার্জীর মতো একরঙা ব্লাউজ পরতে পারেন। অথবা কন্ট্রাস্ট বা লাল রঙের ভারী নকশা করা ব্লাউজও পরা যেতে পারে। ব্লাউজের পিঠ এবং হাতার ডিজাইনে বৈচিত্র্য আনতে পারেন, যা বর্তমান ফ্যাশনে বেশ জনপ্রিয়।
  • বেল্টের ব্যবহার: ভিড়ের মাঝে নজর কাড়তে শাড়ির সঙ্গে চওড়া বা মোটা স্টোনের অথবা মেটালের বেল্ট পরতে পারেন। বিশেষ করে জর্জেট, শিফন, সিল্ক কিংবা কাতান শাড়ির সঙ্গে বেল্ট যোগ করলে আপনার স্টাইল আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
  • ত্বকের যত্ন: দশমীতে রং খেলার কারণে ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। ত্বক পরিচ্ছন্ন এবং আর্দ্র রাখতে মনোযোগ দিন। ত্বকের স্বাস্থ্য ভালো থাকলে সাজগোজেও তার প্রভাব পড়বে।
  • চোখের মেকআপ: বাঙালি সাজের মূল আকর্ষণ হলো চোখ। স্মোকি আইজ বা ধূসর আইশ্যাডো দিয়ে চোখ সাজাতে পারেন। কাজল বা আইলাইনারের মাধ্যমে চোখের সৌন্দর্য আরও ফুটিয়ে তুলুন।
  • সাজের অন্যান্য উপকরণ: সন্ধ্যায় একটু বেশি জাঁকজমকভাবে সাজতে চাইলে হাইলাইটার ব্যবহার করুন। শাড়ি পরলে কপালে লাল টিপ লাগাতে ভুলবেন না। গালে সামান্য ব্লাশ অন ও হাইলাইটার ব্যবহার করে খোলা চুলে স্টাইল করুন মুখের গড়ন অনুযায়ী।

এইসব টিপস মেনে চললে, বিজয়া দশমীর দিনে আপনার উপস্থিতি হয়ে উঠবে অনন্যা ও আকর্ষণীয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি