বৃহস্পতিবার,২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ


কুমিল্লায় মোবাইল কোর্টের অভিযানে মিয়ামী বেকারিকে জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১০.২০২৪

মোবাইল কোর্টেরকুমিল্লায় মোবাইল কোর্টের অভিযানে মিয়ামী বেকারিকে জরিমানা

স্টাফ রিপোর্টার:

অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদনের জন্য কুমিল্লার বড় আলমপুর এলাকার মিয়ামী বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় জেলা প্রশাসন কুমিল্লা এবং বিএসটিআই জেলা অফিসের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্তের নেতৃত্বে অভিযানের সময় দেখা যায়, মিয়ামী বেকারি ১৯-১০-২০২৪ তারিখে উৎপাদিত ব্রেড, বিস্কুট ও কেক পণ্যের প্যাকেটে উৎপাদন তারিখ ২০-১০-২০২৪ উল্লেখ করে। এতে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারার অধীনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত প্রতিষ্ঠানের ম্যানেজার জানান, তাদের উৎপাদিত পণ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়ামী হোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্টে সরবরাহ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত প্রতিষ্ঠানকে মানসম্মত ও স্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদনের নির্দেশ দেন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের পরিদর্শক (মেট্রোলজি) মোহাম্মদ হাফিজুর রহমান ও ফিল্ড অফিসার (সিএম) কাজী মোঃ শাহান।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি