শাহরুখকে নিয়ে যে ঘটনায় আঘাত পেয়েছিলেন সালমান খান
বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান—যাদের বলিউডের “করণ-অর্জুন” বলা হয়, তাদের বন্ধুত্ব একসময় ছিল পর্দার মতোই দৃঢ়। তবে হঠাৎ করেই সেই সম্পর্কে দেখা দেয় ফাটল।
এক সময় তারা এতটাই দূরে সরে যান যে, তাদের একে অপরের মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়। জানা যায়, সালমানের প্রাক্তন প্রেমিকা ও বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে শাহরুখের একটি মন্তব্যে প্রচণ্ড চটে যান সালমান। এমনকি, শাহরুখকে চড়ও মেরেছিলেন তিনি।
ঘটনাটি ঘটে ২০০৮ সালে। ঐশ্বরিয়ার পর সালমানের জীবনে আসেন ক্যাটরিনা কাইফ। তার জন্মদিন উপলক্ষে সালমান এক পার্টির আয়োজন করেন, যেখানে শাহরুখও উপস্থিত ছিলেন। সেই আনন্দঘন রাতেই ঘটে ছন্দপতন। শাহরুখের স্ত্রী গৌরীর মধ্যস্থতায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো গেলেও, এরপর থেকেই শাহরুখ ও সালমান দুই দিকের পথ ধরেন।
এই ঘটনায় সালমান বেশ কষ্ট পেয়েছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শাহরুখকে আমি সবসময় ভাইয়ের মতো ভালোবাসতাম। তাই তার আচরণে খুবই আঘাত পেয়েছিলাম।”
এদিকে, বন্ধুত্ব ভাঙার জন্য কখনোই সালমানকে দোষারোপ করেননি শাহরুখ। ২০১১ সালে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে তিনি স্বীকার করেন, সম্পর্ক ভাঙার জন্য দায় তার। তবে সরাসরি ক্ষমা চাওয়ার পরিবর্তে তিনি বলেছিলেন, নিজের মনের কথা সহজে প্রকাশ করতে পারেন না।
তবে ২০১৩ সালে বাবা সিদ্দিকীর একটি পার্টিতে আবারও দুজনের মধ্যে মিটমাট হয়। এখন তাদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। গত বছর শাহরুখের কামব্যাক ছবি ‘পাঠান’-এ সালমানের বিশেষ উপস্থিতি ছিল। সালমানের ‘টাইগার থ্রি’ ছবিতেও অতিথি চরিত্রে দেখা গেছে শাহরুখকে।