মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বহিষ্কৃত বিএনপি নেতা বিল্লালকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১১.২০২৪

কুমিল্লায় বহিষ্কৃত বিএনপি নেতা কুমিল্লায় বহিষ্কৃত বিএনপি নেতা বিল্লালকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির বহিষ্কৃত নেতা বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় কুমিল্লা জেলা পরিষদ অফিস প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়।

এই তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

গ্রেফতার হওয়া বিল্লাল হোসেন কুমিল্লা নগরীর ২নং ওয়ার্ডের ছোটরা পূর্বপাড়া এলাকার বসু মিয়ার ছেলে। তিনি কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

ওসি মহিনুল বলেন, “যৌথ বাহিনী তাকে (বিল্লাল হোসেন) আইনশৃঙ্খলা বিঘ্নকারী হিসেবে উল্লেখ করে গ্রেফতার করেছে। পরে তাকে আমাদের নিকট হস্তান্তর করা হয়েছে। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেনের বিরুদ্ধে মোট ১৩টি মামলা রয়েছে। এর আগে ২০১৭ সালের হলফনামায় তার বিরুদ্ধে দায়ের করা ২০ মামলার তথ্য উল্লেখ করা হয়েছিল, যার মধ্যে অস্ত্র, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি