মঙ্গলবার,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে মনোযোগ চায় শিক্ষাব্যবস্থা: প্রধান উপদেষ্টা


চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে মনোযোগ চায় শিক্ষাব্যবস্থা: প্রধান উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০২৪

চাকরিপ্রার্থী নয়চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে মনোযোগ চায় শিক্ষাব্যবস্থা: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে শুধু পরীক্ষার নম্বরের ওপর নির্ভর না করে। তিনি বলেন, পরীক্ষার নম্বর জীবনের সবকিছু নয়, এই বিষয়টি সবার উপলব্ধি করা প্রয়োজন।

বুধবার রাজধানীর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয় পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, দেশে সৃজনশীল উদ্যোক্তা প্রজন্ম তৈরি করতে হলে শিক্ষাব্যবস্থাকে এমনভাবে পরিবর্তন করতে হবে, যা সৃজনশীলতার বিকাশে সহায়তা করবে। তিনি বলেন, মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা। কিন্তু আমাদের বিদ্যমান শিক্ষাব্যবস্থা মূলত চাকরিপ্রার্থী তৈরি করে, যা ত্রুটিপূর্ণ। শিক্ষাব্যবস্থাকে সংস্কার করে এমন একটি রূপ দিতে হবে, যা শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে।

তিনি আরও বলেন, এমন শিক্ষা দরকার যা তরুণদের সৃজনশীল মানুষ হতে সহায়তা করবে। তরুণদের মধ্যে থাকা সৃজনশীলতার সম্ভাবনা কাজে লাগানোর জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। একই সঙ্গে, তিনি বাংলাদেশের সমাজে জেনারেশন গ্যাপ কমিয়ে আনতে নতুন প্রজন্মের ভাষা, তাদের চিন্তা ও আকাঙ্ক্ষা বুঝে নেওয়ার ওপর গুরুত্ব দেন।

অধ্যাপক ইউনূস বলেন, প্রবীণ প্রজন্মের অভিজ্ঞতা তরুণ প্রজন্মের সঙ্গে শেয়ার করার উপায় খুঁজে বের করতে হবে। পাশাপাশি, জাতীয় পাঠ্যক্রমে পারিবারিক মূল্যবোধ অন্তর্ভুক্ত করার ওপরও তিনি জোর দেন।

প্রধান উপদেষ্টার এই বৈঠকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি