শনিবার,২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নির্বাচন কমিশনের ঘোষণা, ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ


নির্বাচন কমিশনের ঘোষণা, ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০২৪

নির্বাচন কমিশনেরনির্বাচন কমিশনের ঘোষণা, ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ

ডেস্ক রিপোর্ট:

নতুন বছরের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যাদের জাতীয় পরিচয়পত্রে ভুল রয়েছে তাদেরকে জরুরিভিত্তিতে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়ে গিয়ে ভুল সংশোধন করার অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশে ২০২৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত ভোটার হয়েছিলেন ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা তাদের নিয়েই তৈরি করা হয়েছিল।

অন্যদিকে, নির্বাচনের দুই মাস পর ২০২৪ সালের ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত হালনাগাদ শেষে ভোটারের সংখ্যা দাঁড়ায় ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি